সেই ভিডিওয় বিবেক বলেন, "ক্যারিশ্মার জন্য পাঠান চলছে। শাহরুখের জনপ্রিয়তারও একটা অবদান। যে ভাবে উনি এই ছবিটির প্রচার করেছেন, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।"
এখানেই থেমে যাননি বিবেক। 'বয়কট পন্থী'দের নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। পরিচালক বলেন, "আমার মনে হয়, যাঁরা ছবিটি নিয়ে খারাপ মন্তব্য করেছেন, অকারণে বয়কটের ডাক দিয়েছেন, কিছুটা কৃতিত্ব তাঁদেরও প্রাপ্য।"
advertisement
আরও পড়ুন: জনপ্রিয় টলি নায়কের সঙ্গে প্রেম অঙ্কুশের? বিয়ে না করা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা!
আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!
বিষয়টি ব্যাখ্যা করে বিবেক বলেন, "এরা আদৌ বয়কট গ্যাংয়ের সদস্য নয়। এরা নতুন খেলোয়ার। এদের মধ্যে একটা হিংস্রতা কাজ করে। এটা ওটা পুড়িয়ে দেওয়ার কথা বলে।"
লাগাতার ব্যর্থতা, রকমারি বিতর্ক- এ সব কিছু কাটিয়ে 'পাঠান'-এর হাত ধরে প্রত্যাবর্তন শাহরুখের। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৯৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।