TRENDING:

গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি !

Last Updated:

পুলিশের হাতে এবার গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পুলিশের হাতে এবার গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি ৷ সরাসরি না হলেও বুধবার এরকমই বিশাল দদলানির বিরুদ্ধে হওয়া মানহানি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিলেন, বিশালকে গ্রেফতার হওয়া বা না হওয়ার ব্যাপারে নাক গলাবে না সু্প্রিম কোর্ট !
advertisement

সম্প্রতি বিশাল দদলানি করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠল ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসলেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরকে ৷

কিছুদিন আগে হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷

advertisement

বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’

জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসব দেশের অন্যান্য নেতারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তবে এই ঘটনায় ক্ষমাও চেয়েছেন বিশাল ৷ সরিয়েছেন ট্যুইটার থেকে তাঁর বিতর্কীত ট্যুইটও ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
গ্রেফতার হতে পারেন সঙ্গীত পরিচালক বিশাল দদলানি !