TRENDING:

Vishal Dadlani Hospitalized: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা

Last Updated:

Vishal Dadlani Hospitalized: আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ আচমকা কী এমন হল যে হাসপাতালে ভর্তি হতে হল? এখন কেমন আছেন তিনি? সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
advertisement

আচমকাই হাসপাতাল থেকে বিশালের শেয়ার করা ছবি দেখেই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ হাসপাতালের বিছানায় শুয়েও রকিং মুডে দেখা গিয়েছে বিশালকে৷ ছবি পোস্ট করে বিশাল লেখেন, কী হয়েছে জানতে চাইবেন না৷ এটা একটা ভুল প্রশ্ন৷ বরং জিজ্ঞাসা করুন কেমন অভিজ্ঞতা? আমি তো বলব দুর্দান্ত৷ ভাল ভাবে বাঁচো বন্ধুপা৷ পাশাপাশি আচমকা এইভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ক্ষমাও চেয়ে নেন গায়ক৷

advertisement

আর পড়ুন-    পুরুষরা সাবধান! ‘এই’ ৫ অভ্যাস আজই না ছাড়লে ‘সর্বনাশ’ তো হবেই, মাশুল গুনতে হবে সারাজীবন ধরে

আর পড়ুন-    চুমুক দিলেই কমবে তলপেটের মেদ! সকালে ঠিক ‘এই’ ভাবে পান করুন ‘ম্যাজিক ওয়াটার’, রোগা হবেন ৭ দিনে

নীল রঙের ট্র্যাক প্যান্ট ও সাদা রঙের টি-শার্ট পরে হাসিমুখে ইয়ো পোজে ছবি পোস্ট করেছেন বিশাল দাদলানি৷ পায়ের নীচে রাখা একটি বালিশ৷ এমন পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলে ঘাবড়ে গেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রিয় গায়কের হঠাৎ কেন হাসপাতালে ভর্তি হতে হল তা ভেবেই হয়রান হচ্ছেন৷ গায়কের বারণ সত্ত্বেও অনেকেই জিজ্ঞাসা করেছেন, কী হয়েছে তাঁর? যদিও এর কোনও উত্তর দেননি বিশাল৷ উল্লেখ্য,ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে বিশাল দাদলানিকে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vishal Dadlani Hospitalized: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল