কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের। বিক্রি করছেন মাটন কিমা ঘুগনি। তাতে আছে মাংসের কিমা, মাটন চর্বি, আলু এবং নারকেল। এছাড়াও তাঁদের দোকানে আছে চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এবং লোটে ফ্রাই। রাস্তায় দাঁড়িয়ে মুখরোচক এই খাবারগুলি বিক্রি করছেন অয়ন সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী। ক্রেতারা মুগ্ধ খাবারের স্বাদে।
advertisement
অয়ন জানালেন তাঁর স্ত্রী বর্তমানে অভিনয় করছেন ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে। কিন্তু গত ২ বছর ৩ মাস তাঁর নিজের হাতে কোনও কাজ নেই। তার আগে তিনি পরিচালনা করেছেন, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘কে আপন কে পর’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানুমতীর খেল’, ‘সন্ধ্যাতারা’, ‘জয়ী’-এর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিক। একমাত্র সন্তানের কথা ভেবে বাধ্য হয়েছেন পথে খাবারের দোকান শুরু করতে।
কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের (ছবি-সোশ্যাল মিডিয়া)
আরও পড়ুন : জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! ৩২ বছর বয়সে রহস্যমৃত্যু সিনেমা, টেলিভিশনের নামী তারকার
কোনও কাজই ছোট নয়-এই মানসিকতাকে অবলম্বন করে ফুটপাতে দাঁড়িয়ে খাবার বিক্রি করছেন পরিচালক অয়ন। সোমবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি খোলা তাঁর দোকান। বাংলা ধারাবাহিকের দর্শকরা তাঁকে এই ভূমিকায় দেখে ব্যথিত। তাঁদের আশা শীঘ্র পরিচালনার কাজে ফিরবেন অয়ন।
( ছবি এবং ভিডিও সৌজন্য : পায়েলের রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল পেজ)