তবে সম্প্রতি উরফি যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উরফি একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন যা নিয়ে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। এমনিতেই উরফির ড্রেসিং সেন্স নিয়ে সমালোচনার শেষ নেই। আর হবেই না বা কেন! তিনি নিজের পুরোনো পোশাককে কেটে ফালাফাল করে পরে ফেলেন। সেই সব পোশাকে তাঁর গোটা শরীর দেখা যায়। আর সে সব পোশাক পরেই উরফি শপিং মল থেকে শুরু করে বিমনা বন্দর, স্লাম এরিয়া সব জায়গায় চলে যান। যেন তেন প্রকারে মানুষের নজরে পড়াটাই তাঁর কাজ।
advertisement
এবার উরফিকে দেখা গেল লেমন ইয়েলো সুইমস্যুটে। এই পোশাক উরফি নিজেই বানিয়েছেন। বুকের ট্যাটুও স্পষ্ট। এই অদ্ভুত পোশাক পরে ফটোশ্যুট করানোতে ফের ট্রোলড নায়িকা। তাঁর এই পোস্ট শেয়ার করে নেটিজেনরা লিখেছেন, "একে কেউ পোশাক কিনে দাও।" আবার কেউ লিখেছেন, "আপনি নগ্ন হয়েই তো বেরোতে পারেন! কারণ আপনার পোশাক মানেই তো নগ্নতা।" যদিও সে সবে জবাব দেননি নায়িকা। এই ভিডিও আপাতত ভাইরাল।