TRENDING:

Viral Video: 'নগ্ন হয়েই তো আসতে পারেন!' উরফির পোশাকে স্পষ্ট স্তন থেকে ট্যাটু! চরম সমালোচনা

Last Updated:

Viral Video: উরফির নতুন পোশাক দেখে মাথা খারাপ হয়ে গেল নেটিজেনদের! চলল তুমুল সমালোচনা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ । বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
advertisement

তবে সম্প্রতি উরফি যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উরফি একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন যা নিয়ে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। এমনিতেই উরফির ড্রেসিং সেন্স নিয়ে সমালোচনার শেষ নেই। আর হবেই না বা কেন! তিনি নিজের পুরোনো পোশাককে কেটে ফালাফাল করে পরে ফেলেন। সেই সব পোশাকে তাঁর গোটা শরীর দেখা যায়। আর সে সব পোশাক পরেই উরফি শপিং মল থেকে শুরু করে বিমনা বন্দর, স্লাম এরিয়া সব জায়গায় চলে যান। যেন তেন প্রকারে মানুষের নজরে পড়াটাই তাঁর কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

এবার উরফিকে দেখা গেল লেমন ইয়েলো সুইমস্যুটে। এই পোশাক উরফি নিজেই বানিয়েছেন। বুকের ট্যাটুও স্পষ্ট। এই অদ্ভুত পোশাক পরে ফটোশ্যুট করানোতে ফের ট্রোলড নায়িকা। তাঁর এই পোস্ট শেয়ার করে নেটিজেনরা লিখেছেন, "একে কেউ পোশাক কিনে দাও।" আবার কেউ লিখেছেন, "আপনি নগ্ন হয়েই তো বেরোতে পারেন! কারণ আপনার পোশাক মানেই তো নগ্নতা।" যদিও সে সবে জবাব দেননি নায়িকা। এই ভিডিও আপাতত ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: 'নগ্ন হয়েই তো আসতে পারেন!' উরফির পোশাকে স্পষ্ট স্তন থেকে ট্যাটু! চরম সমালোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল