উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ৷ আর সেইখানেই নিয়মিত বির্তক হক আর না হক নিজের নানারকম ছবি ও ভিডিও পোস্ট করেন৷ এবার সুন্দরী অভিনেত্রী গোলাপি পোশাকে বৃষ্টিতে চুপচুপে ভিজে একেবারে মুগ্ধ করে দিয়েছেন৷ সুন্দরীর অপূর্ব ভাইরাল ভিডিও৷
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
আরও পড়ুন - Hot Photo: ‘নেশা নেশা, আগুন আগুন’ কালো শিফন শাড়িতে অপূর্ব মোনালিসা, আবেদন অস্বীকার করে সাধ্য কার
এর আগেও বিভিন্ন সময়ে নিজের ছবি ভিডিও নিয়ে বিতর্কে জড়ান৷ কিন্তু জনপ্রিয় এবং হট অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) মাঝেমধ্যেই নিজের বোল্ড ইমেজের কারণে শিরোনাম ছিনিয়ে নেন৷ এরইমধ্যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও শেয়ার করেছেন৷ এর সাহায্যে নিজের ফ্যানদের হোলির শুভকামনা জানিয়েছেন৷ কিন্তু এই হোলির (Holi) ভিডিওতে ফের তাঁর বোল্ড আন্দাজ তাঁর এই ভিডিওকেও ভাইরাল ভিডিও (Viral Video) বানিয়ে দিয়েছে৷ তবে অন্যবারের মতো এবারেও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ফের একবার তাঁর সমালোচনায় মুখর হয়েছেন৷ ফের তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে৷