ভিডিও-র ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “অনুগ্রহ করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। গতকাল আমি রাম মন্দিরে গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হিসাবে! কিন্তু আজ আমি ভাবলাম সকলের সঙ্গে চুপচাপ আমিও মন্দিরে যাই। আর ভক্ত সমাগম দেখে আমার মন একেবারে ভরে গিয়েছে। রামজির দর্শনের জন্য মানুষের উদ্যম এবং ভক্তি ছিল চোখে পড়ার মতো! যখন আমি সেখান থেকে ফিরছিলাম, এক ভক্ত আমার কানে কানে বলেন, ভাই মুখ ঢেকে রাখলেও কিছু হবে না! রামলালা ঠিক চিনে ফেলেছেন!”
advertisement
আরও পড়ুন- ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন
এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাপনের ঝলক ভক্তদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন অনুপম খের। এমনকী নিজের অনুভূতিও প্রকাশ করতে দ্বিধা করেন না অভিনেতা। ৬৮ বছর বয়সেও বি-টাউনে সক্রিয় তিনি। নিজের অভিনয় দক্ষতা এবং ছবির মাধ্যমে সকলের মনে নিজের জায়গা একই রকম ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রবীণ অভিনেতা। অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু ওই ছবিতে অনুপম খেরের অভিনয় আলাদা ভাবেই প্রশংসিত হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। এরপর ‘মুঙ্গিলাল রকস’ এবং ‘মেট্রো ইন দিন’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রবীণ ওই অভিনেতাকে।