TRENDING:

মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও

Last Updated:

Film Star Ayodhya Viral Video: রাম মন্দিরের উদ্বোধনের পরের দিনই সাধারণ ভক্তদের ভিড়ে মিশেই রাম লালার দর্শন সারলেন তিনি। তবে সেটা পুরোপুরি ছদ্মবেশে, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন! একটি ভিডিওতে এই ঘটনার ঝলকও ভাগ করে নিলেন অনুপম খের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: এক সপ্তাহ আগেই উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম লালার। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল সিনে দুনিয়ার তাবড় তারকাদের। হেমা মালিনী, অমিতাভ বচ্চন, রণবীর কাপুর – কে ছিলেন না সেই অতিথি তালিকায়! বাদ যাননি অনুপম খেরও। গত ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা। কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের পরের দিনই সাধারণ ভক্তদের ভিড়ে মিশেই রাম লালার দর্শন সারলেন তিনি। তবে সেটা পুরোপুরি ছদ্মবেশে, যাতে কেউ তাঁকে চিনতে না পারেন! একটি ভিডিওতে এই ঘটনার ঝলকও ভাগ করে নিলেন অনুপম খের।
মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও
মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও
advertisement

আরও পড়ুন- সিনেমা হল, শপিং মল, অফিস, হোস্টেল- টয়লেটের দরজা নীচে কিছুটা ফাঁকা থাকে কেন? কখনও ভেবে দেখেছেন?

ভিডিও-র ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “অনুগ্রহ করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। গতকাল আমি রাম মন্দিরে গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হিসাবে! কিন্তু আজ আমি ভাবলাম সকলের সঙ্গে চুপচাপ আমিও মন্দিরে যাই। আর ভক্ত সমাগম দেখে আমার মন একেবারে ভরে গিয়েছে। রামজির দর্শনের জন্য মানুষের উদ্যম এবং ভক্তি ছিল চোখে পড়ার মতো! যখন আমি সেখান থেকে ফিরছিলাম, এক ভক্ত আমার কানে কানে বলেন, ভাই মুখ ঢেকে রাখলেও কিছু হবে না! রামলালা ঠিক চিনে ফেলেছেন!”

advertisement

আরও পড়ুন- ঠান্ডায় কেন শীতঘুমে যায় সাপ? কারণ জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাপনের ঝলক ভক্তদের সঙ্গে হামেশাই ভাগ করে নেন অনুপম খের। এমনকী নিজের অনুভূতিও প্রকাশ করতে দ্বিধা করেন না অভিনেতা। ৬৮ বছর বয়সেও বি-টাউনে সক্রিয় তিনি। নিজের অভিনয় দক্ষতা এবং ছবির মাধ্যমে সকলের মনে নিজের জায়গা একই রকম ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছেন প্রবীণ অভিনেতা। অনুপম খের অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক হয়েছিল। কিন্তু ওই ছবিতে অনুপম খেরের অভিনয় আলাদা ভাবেই প্রশংসিত হয়েছিল। এখনও পর্যন্ত কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। এরপর ‘মুঙ্গিলাল রকস’ এবং ‘মেট্রো ইন দিন’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রবীণ ওই অভিনেতাকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুখ ঢেকে ছদ্মবেশ ধরে ভক্তদের ভিড়ে মিশেও শেষরক্ষা হল না, রাম লালা ঠিক চিনে ফেললেন এই অভিনেতাকে; ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল