মনোজ বাজপেয়ি, প্রিয়ামণি, শরিব হাসমি অভিনীত এই সিরিজ মন জয় করেছিল মানুষের। কিভাবে সিক্রেট এজেন্ট মনোজ বাজপেয়ি সংসার, কাজ এবং ছদ্মবেশকে এক সঙ্গে বয়ে নিয়ে গিয়ে গল্পে ট্যুইস্ট আনেন তা দেখতে মানুষ উৎসাহি। প্রথম সিরিজেই মনোজ বাজপেয়ি সকলের মন জিতে ছিলেন। শোরগোল পড়ে গিয়ে ছিল ফ্যামেলি ম্যান নিয়ে। সিরিজ ২ আসারে আগেই প্রোমো রিলিজ করেছে। আর যা হাজার হাজার মানুষ দেখে ফেলেছেন। কবে আসবে এই সিরিজ তাই নিয়ে জল্পনা চলছিল ফ্যানেদের। অবশেষে স্বস্তি।
advertisement
এই ফ্যামেলি ম্যানের দ্বিতীয় সিরিজ আসার আগেই ফের ভাইরাল হয় একটি ভিডিও। এটি পুরনো ভিডিও। প্রথম পার্টের সময় রিলিজ করা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ি ওরফে শ্রীকান্তের প্রাণের বন্ধু জেকে একটি মিথ্যে ধরার মেশিন শ্রীকন্তের বাড়ি নিয়ে আসে। আর ব্যস মিথ্যে বলললেই ওই মেশিন আওয়াজ করতে শুরু করে দেয়। এই এপিসোডটিও বেশ জনপ্রিয় হয়েছিল। সিরিজ ২ রিলিজের আগেই ফের ভাইরাল হল এই ভিডিও। হাজার হাজার মানুষ এই ভিডিও দেখতে শুরু করেছেন। বহু মানুষ বলছেন তাঁদের এমন এক মেশিন চাই। যদিও বাস্তবে সত্যিই আছে লাই ডিটেক্টর মেশিন। কিন্তু সেটা সকলে ব্যবহার বা কিনতে পারেন না। খোলা বাজারে পাওয়াও যায় না। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই, ফ্যানেরা সোশ্যাল মিডিয়া জুড়ে আবদার শুরু করেছেন। তাঁদের এমন এক মেশিন চাই। কেউ ধরতে চান স্বামীর মিথ্যে। কেউ বা প্রেমিকার। আবার অফিসের বস চান কলিগদের মিথ্যে ধরতে। সস্তায় কোথায় পাওয়া যাবে এই মেশিন। তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।