ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, জ্যাকি শ্রফের কারণে চিত্রাঙ্গদার অস্বস্তি। দেখে যেন মনে হচ্ছে, চিত্রাঙ্গদার ঘাড়েই প্রায় উঠে পড়েছেন জ্যাকি। এমন ভাবে বেঁকে জ্যাকি চিত্রাঙ্গদার পাশে বসে রয়েছেন, যেন আরেকটু হলে ঘাড়ে মাথা রেখে শুয়েই পড়বেন।
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
advertisement
ভিডিওতে ফুটে উঠেছে চিত্রাঙ্গদার বিরক্তি ও অস্বস্তি। আর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মুম্বইতে অক্ষয় কুমারদের সঙ্গে হাউসফুল ৫-এর ট্রেলার লঞ্চে হাজির হন জ্যাকি। ট্রেলার লঞ্চে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের পাশে বসতে দেখা যায় জ্যাকি শ্রফকে। তবে অভিনেত্রী একটু এগিয়ে বসায়, জ্যাকি শ্রফকে দেখা যায়, পিছিয়ে বসতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই, তা হুড়মুড়িয়ে দেখতে শুরু করেন সকলে।
অনেকেই এমন ভিডিও দেখে নেটপাড়ায় ছিঃ ছিঃ মন্তব্য করেছেন। অনেকের প্রশ্ন, পিছিয়ে বসলেও সামনের নায়িকার অস্বস্তিটা একজন সিনিয়র অভিনেতা বুঝবেন না? অনেকেই আবার জ্যাকি শ্রফকে নোংরা মানসিকতার বলেও দেগে দিয়েছেন।