সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল শাড়ি পরে 'কাব তাক চুপ বেঠে' গানে তুমুল নাচছেন আলিয়া ভাট। চোখে সানগ্লাস। এই ভিডিওতে তাঁকে দারুণ মিষ্টি দেখাচ্ছে। কিন্তু সত্যিটা জানলে চমকে যাবেন! উনি নাকি আলিয়া নন!
হ্যাঁ একদম ঠিক পড়েছেন উনি আলিয়া নন। আলিয়ার মতো দেখতে। হুবহু এক দেখতে এই মেয়েকে। ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করে সকলে লিখছেন, কে এই মেয়ে? আলিয়া নন সত্যিই? ইনস্টাগ্রামেই এই যুবতীর একটি প্রোফাইল রয়েছে। সেখানে তাঁর অ্যাকাউন্টের নাম সেলেস্টি বৈরাগে। সেজ এই নামেই রয়েছেন তিনি। সেখানে গেলেই অবাক হয়ে যাবেন। একেবারে আলিয়ার মতো দেখতে এই মেয়েকে। মুহূর্তে ভাইরাল হয়েছেন যুবতী। বেড়ে গিয়েছে ভক্ত সংখ্যাও।
অবিকল এক দেখতে বহু মানুষ আছেন। শাহরুখ খানের হামশকলকে দেখলে বোঝাই যায় না তিনি শাহরুখ নন। এমনকি ভিড়ে একবার তাঁকে শাহরুখ ভেবে ছেকেও ধরেছিলেন মানুষ। সলমন খান, ঐশ্বর্য সকলের মতো দেখতেই কেউ না কেউ আছেন। কিন্তু আলিয়ার সঙ্গে এই যুবতীর এতটা মিল যে আপনি কিছুতেই বুঝতে পারবেন না, যে ইনি কে? প্রশ্ন উঠবেই মনে। আপাতত হুহু করে ভাইরাল হয়েছেন এই যুবতী। বহু মানুষ শেয়ার করেছেন। রাতারাতি বেড়েছে ভক্ত সংখ্যা।