সারা ভারত জুড়ে এখন উৎসবের মরশুম চলছে আর সেই ফেস্টিভ্যাল উপলক্ষ্যে এই গ্রুপ থেকে চার মহিলা নিজেদের একটি নাচের ভিডিও (dance video) পোস্ট করেছেন৷ সেখান তাঁরা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত চেন্নাই এক্সপ্রেসের একটি সুপারহিট গানে নাচ করে ধামাল মাচিয়েছেন৷ পরণে স্লিভলেস ব্লাউজ, ও শাড়ি তাতে তাঁদের লাস্য ও সৌন্দর্য্য ফুটে উঠছে৷ ফলে নিমেষেই ভাইরাল ভিডিও (Viral Video) হয়ে গেছে৷ প্রায় ৫৭ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখেছেন৷ লাইকের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে৷ দেখে নিন মহিলাদের নাচের ভিডিও৷
advertisement
এই ভিডিও ছাড়াও তাঁরা নিয়মিতই এই প্ল্যাটফর্ম থেকে তাঁর বলিউড গানে নাচের ভিডিও৷ মানুষজন এই ভিডিওগুলি নিয়মিত দেখেন তাঁদের ফ্যান ফলোয়ারও অনেক৷ সকলেই তাঁদের ভিডিও-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন৷
আরও পড়ুন - ‘‘সজনা হ্যায় মুঝে সজনা কে লিয়ে’’-কার জন্য শৃঙ্গার রাগে ব্যস্ত মহম্মদ শামির স্ত্রী, ভাইরাল ভিডিও
আরও পড়ুন - Money: এই Buisness-এ বিনিয়োগ মাত্র ২৫ হাজার, আয় লক্ষ লক্ষ টাকা, সরকার দেয় ৫০% ভর্তুকি
এই প্রোফাইলটি অবশ্য কোনও ব্যক্তিগত প্রোফাইল নয়৷ এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম৷ সেখানে তাঁরা পণ্য সামগ্রীকে এভাবে সুন্দর নাচের আঙ্গিকে তুলে ধরেন৷
সুন্দরী ললনাদের এই ধরণের ডান্স ভিডিও দর্শকরা দেখেন ও উপভোগ করেন৷ সব মিলিয়ে একেবারে জমজমাট তাঁদের এই ধরণের উপস্থাপনা৷