সম্প্রতি নেহা ধুপিয়াকে তাঁর স্বামীর সঙ্গে দেখা যায়! একটি জায়গা থেকে স্বামীর হাত ধরে বেরিয়ে আসছেন তিনি! তাঁকে দেখেই ছুটে যায় পাপারাৎজিরা! তবে এই ভিডিওতে এমন কী আছে যা এত ভাইরাল? ভাবছেন তো? আসলে নেহার পরনের পোশাকের কারণেই তিনি ভাইরাল! এই ভিডিওতে নেহা একটি কালো জ্যাকেট পরেছেন। চোখে সানগ্লাস! খোলা চুল! তবে চমক রয়েছে তাঁর পরনের প্যান্টে! নেহা হালকা পিঙ্ক কালারের একটি লেগিংস পরেন! আর তাতেই শুরু হয় যত গোল!
advertisement
প্রথম ঝলকে নেহাকে দেখলে মনে হবে তিনি প্যান্ট বা জ্যাকেটের নিচে কিছুই পরেননি! আসলে তাঁর লেগিংসের রং এমন যে স্কিনের সঙ্গে মিলে যাচ্ছে! বডি টাইটস লেগিংস দেখলে প্রথমে মনে হতেই পারে তিনি প্যান্ট না পরেই বেরিয়ে গেছেন! আদতে তা নয়! এই ভিডিও দেখেই নেটিজেনরা শোরগোল শুরু করেছেন! একজন লিখেছেন, “একটু হলে আমার হার্ট ফেল করে যেত!”
আরও পড়ুন: এমন কাজ আমির খানই করতে পারেন! মেয়ে-জামাইকে নিয়ে সিঁড়িতে বসে এ কী করছেন তিনি? তুমুল ভাইরাল ভিডিও
আবার কেউ লিখেছেন, “এমন লেগিংস পরে বাইরে কেন আসেন?” আবার কেউ লিখেছেন, “পোশাক যার যেমন পছন্দ তেমনই তো পরবে!” আবার কেউ লিখেছেন, “এটা কী পরেছেন? দেখে মনে হচ্ছিল হাফ নুড!” কেউ আবার লিখেছেন, “আমি তো ভেবেছিলাম কিছুই পরেননি তিনি।” আবার কেউ বলছেন, “এর থেকে ছোট ড্রেস পরলেই হত।” আপাতত তুমুল চর্চায় নেহার এই ভাইরাল ভিডিও!