TRENDING:

Viral Video: হাত নেড়ে একেবারে ঝগড়ুটি যেন! কী বলছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও

Last Updated:

অনুষ্কা শর্মা রেগে আগুন হয়ে যান পাপারাৎজিদের ওপর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভামিকার জন্মের পর থেকে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি দুজনেই চেয়েছেন কোনও ভাবেই পাপারাৎজি যেন তাঁদের মেয়ের ছবি না তুলতে পারে৷  তাঁরা শুরুতেই জানিয়েছিলেন ভামিকা নিজে যখন স্থির করবে সে তার ছবি দিতে চায় তখনই তা সামনে আনা হবে তার আগে নয়৷ এর জন্য পাপারাৎজিদেরও তাঁরা একাধিকবার অনুরোধ করেছিলেন যেন তাঁরা ভামিকার ছবি না তোলেন৷ এত বার অনুরোধ করা সত্ত্বেও ‘ভবি ভোলার নয়’ এইরকম ভাবে প্রতিবারই বিভিন্ন চিত্র সাংবাদিক ভামিকার ছবি তোলার চেষ্টা চালিয়েই যান৷
Viral Video: anushka sharma slams paps - Photo Courtesy- Instagram/Video Grab
Viral Video: anushka sharma slams paps - Photo Courtesy- Instagram/Video Grab
advertisement

সম্প্রতি এইরকম ঘটনা ঘটতে অনুষ্কা একেবারে নিজের মেজাজ হারান৷ বিমানবন্দরে বিরাট কোহলি, অনুষ্কা শর্মা সকলেই ছিলেন ,সেখানেই ফের পাপারাৎজি ভামিকা ছবি তোলার চেষ্টা করতে থাকে৷ তাতেই বেজায় রেগে যান অনুষ্কা শর্মা৷

আরও পড়ুন -  Malda News: বাপ রে বাপ! দুই ষাঁড়ের ব্যাপক গুঁতোগুতি, প্রাণ নিয়ে পালানো দায়

advertisement

অনুষ্কা শর্মা রেগে আগুন হয়ে যান পাপারাৎজিদের ওপর

এয়ারপোর্টে পাপারাৎজিদের ওপর মেজাজ হারানোর পর তিনি যেভাবে রেগে প্রতিবাদ করছিলেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে প্যাপদের ওপর মেজাজ হারাচ্ছেন৷ পাশাপাশি তিনি হাত নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছেন কী করছে প্যাপ৷ এর উত্তরে পাপারাৎজি জানান ‘‘বেবি কা ফটো নেহি লে রহে হ্যায়৷’’

advertisement

দেখুন সেই ভাইরাল ভিডিও

অনুষ্কা ও বিরাট পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়েছেন

এই বছর এর আগে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ভারতীয় পাপারাৎজিদের ধন্যবাদ জানিয়েছিলেন তাতে তাঁরা বলেছিলেন ভামিকার সম্মানের জন্য যে তাঁরা তাঁদের মেয়ের ছবি বাজারে না আনার জন্য৷

আরও পড়ুন -

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনুষ্কা লিখেছিলেন, ‘‘আমরা গভীরভাবে ধন্যবাদ দিই ভারতীয় পাপারাৎজিদের এবং বেশিরভাগ সংবাদমাধ্যমকে ভামিকার ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য৷ মা -বাবা হিসেবে আমাদের আবেদন ছিল এভাবে ছবি না দেওয়ার জন্য৷ আমাদের সন্তানের ব্যক্তিগত জীবনকে আলাদা করে রাখা তাঁকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে রাখার জন্য জায়গা চাই, যাতে সে স্বাধীনভাবে জীবন কাটাতে পারে৷ ও যেহেতু বড় হয়েছে তাই ওর চলাফেরা আমরা আটকাতে পারি না৷ তাই আপনাদের সহয়তা আমাদের প্রয়োজন৷ আপনারা যে এটা থেকে দূরে থাকার অভ্যাস করেছেন তা ভাল৷ কোনও ক্লাব বা ফ্যানরাও কোনও ছবি দেয়নি৷ আপনাদের দিক থেকে খুবই পরিণত সিদ্ধান্ত৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হাত নেড়ে একেবারে ঝগড়ুটি যেন! কী বলছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল