সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘শেরশাহ’ (Shershaah) ছবিটি গত মাসেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে ৷ সর্বত্রই ছবিটি দারুণ প্রশংসিত হয় ৷ ক্যাপ্টেন বিক্রম বাত্রার কার্গিল যুদ্ধের কাহিনী দর্শকদের খুবই পছন্দ হয়েছে ৷ সেই তালিকায় রয়েছে ছোট ছোট শিশুরাও ৷ সিনেমার দেশভক্তিমূলক সংলাপগুলি বলতে কিংবা ইনস্টা রিলের মাধ্যমে ‘শেরশাহ’-র গানের সঙ্গে নানা ভিডিও আপলোড করতেও দেখা গিয়েছে নেটিজেনদের ৷
advertisement
ভাইরাল হওয়া এই ভিডিওতে শিশুটিকে দেখা গিয়েছে ছবির একটি ডায়লগ বলতে ৷ সামনে টিভি চালিয়েই সিদ্ধার্থ মালহোত্রাকে দেখে দেখে সিনেমার ডায়লগগুলি ভালোমতোই বলতে শিখে গিয়েছে ওই দু’বছরের শিশু ৷ ‘‘ আগর জিন্দা রহে তো ভি অমর, মর গয়ে তো ভি অমর ৷ তো হো তইয়ার ? করোগে ভার ? এক অপনা, দুশমান কী চার, জিত অপনি, দুশমন কী হার, দুর্গে মাতা কী জয়... ৷ ’’ সিনেমার এই ডায়লগই বলতে শোনা গিয়েছে ওই শিশুটিকে ৷