আসলে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ সুনীলই! তাতে ক্যাপশন দিয়েছেন, ‘হামারি আটরিয়া’। অভিনেতার এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি সাধারণ মানুষের জীবনের নিত্য লড়াইয়ের অভিজ্ঞতা অনুভব করতে চাইছেন। আর সেই স্বাদ পেতেই এক জন তারকা হয়েও জনসাধারণের মাঝে সময় কাটাতে চলে আসেন তিনি। ফলে স্বাভাবিক ভাবেই এই পোস্টে উপচে পড়েছে ভক্তদের ভালবাসা। বহু ভক্তই মজাচ্ছলে তাঁর কাছে আলু-পেঁয়াজের দর জিজ্ঞেস করেছেন। এক নেটিজেন আবার মজা করে লিখেছেন যে, “ভাই ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ দিন। আর তার সঙ্গে ধনেপাতা আর কাঁচালঙ্কা দিন বিনামূল্যে।” আর এক নেটাগরিকের বক্তব্য, “এই লুক নিয়ে বিক্রি করলে কোটিপতি হয়ে যাবেন।”
advertisement
শুধু ভক্তরাই নন, কমেন্ট করতে ছাড়েননি তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। গায়িকা শিল্পা রাও লিখেছেন, “আমিও আসছি।” অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং আবার দমফাটা হাসির ইমোজি দিয়েছেন ওই পোস্টের কমেন্ট বক্সে। জনপ্রিয় টিভি অভিনেতা অর্জুন বিজলানি আবার মন্তব্য করেছেন, “প্যান্টটা দেখে তো মনে হচ্ছে ওটা বেলেন্সিয়াগার! ওটা কততে দিচ্ছ ভাই?” অনেকেই প্রশংসা করে বলছেন যে, সুনীল ভীষণই মাটির মানুষ!
আরও পড়ুন- ভিসা ছাড়াই যে ৫৯টি দেশে যেতে পারবেন ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা, জেনে নিন
এটাই প্রথম নয়, এর আগেও জনজীবনের নানা দিক নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন সুনীল। দিন কয়েক আগেই তো শীতের রাতে রাস্তার ধারে সাধারণ মানুষের পাশে বসে আগুন পোহাতেও দেখা গিয়েছে তাঁকে। আবার তার পরেই সুনীলকে দুধ বিক্রেতার ভূমিকায় দেখা যায়। মোটরবাইকে বসে আছেন অভিনেতা, আর বাইকের দু’পাশে বাঁধা দুধের বড় বড় ক্যান। তাঁর এই সব পোস্ট দেখে আপ্লুত ভক্তরা বলেন, সুনীল গ্রোভারের মতো প্রকৃত নায়করাই শুধুমাত্র ভারতের রাস্তায় বেরিয়ে জনসাধারণের মাঝে গিয়ে বাস্তব জীবনের স্বাদ অনুভব করতে পারেন।
প্রসঙ্গত, টিভি শো ছাড়াও সুনীল গ্রোভার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে 'গব্বর ইজ ব্যাক', 'দ্য লেজেন্ড অফ ভগত সিং' এবং 'ভারত'-এর মতো ছবি। গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল, এর পর তাঁর বাইপাস সার্জারি হয়েছে। এখন অবশ্য সুস্থ আছেন অভিনেতা।