আরও পড়ুন: মত্ত বাইকচালকের ধাক্কা, গুরুতর আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, শনিবারই অস্ত্রোপচার
তবে, ইদানীংকালে ফের ঘুরে ফিরে আসছেন রাণু মণ্ডল! ফের তাঁর কীর্তি ভাইরাল হচ্ছে! এই যেমন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে-দাপিয়ে বেড়াচ্ছে রাণুর একটি ভিডিও, দেখা যাচ্ছে নীল রঙের নাইটি, কোমরে গামছা বেঁধে বাড়ির বারান্দায় হিন্দি গান ‘দিলরুবা’র সঙ্গে নাচ জুড়েছেন তিনি! সঙ্গে রয়েছেন এক যুবক।
advertisement
দেখুন রাণুর নাচের ভিডিও--
কিছুদিন আগেই তুমুল ভাইরাল গান 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গেয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন রাণু মণ্ডল! শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার গাওয়া 'মানিকে মাগে হিথে' এমন কোনও মানুষ নেই, যিনি শোনেননি। কিন্তু রাণুর গলায় এই গান শুনে নেটিজেনদের বক্তব্য, 'কান দিয়ে রক্ত ঝরছে!'
আরও পড়ুন: মধ্য়রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোলেন ভিকি! নেটিজেন বলছে, 'বিয়ের প্রস্তুতি কতদূর?'
লকডাউনের আগে বিভিন্ন রিয়েলিটি শোতে ডাক পাচ্ছিলেন রানু। একটি শোয়ে ঘটল এক মজার ঘটনা! শোয়ের শেষে সঞ্চালক তাঁকে অনুরোধ করেন একটি গান শোনানোর জন্য। রানু বলেন, তিনি তাঁর গাওয়া হিমেশের ছবির তুমুল জনপ্রিয় গান 'তেরি মেরি কহানি' গাইবেন। এর পর মাইক হাতে কিছুক্ষণ চুপ করে দাড়িয়ে থেকে সবাইকে চমকে দিয়ে বলেন, 'ওহ মাই গড আই ফরগেট ইট'। মানে গানটি তিনি নাকি ভুলে গিয়েছেন। শুধু এই আচরণ নয়, ভুল ইংরেজি বলার জন্যও সেবার বেজায় ট্রোলের শিকার হয়েছিলেন রানাঘাটের রাণু।