এই লিঙ্কের facebook- এ ক্লিক করলেই দেখা যাবে ভিডিওটি-
নববধূর সাজ থেকে বিয়ের মেনুকার্ড সব কিছুতেই ছিল চমক। আর সারা বিয়ে বাড়িতে টানানো হয়েছিল ইমন ও নীলাঞ্জনের ভালো মুহূর্তের বেশ কিছু ছবি। টলি তারকারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন তাঁর বিয়েতে। সৃজিত থেকে শ্রাবণী সেন সকলেই উপস্থিত ছিলেন। ইমনের গানের গলার জাদু এতটাই যে তিনি সকলের খুব প্রিয়। তাই তাঁর বিয়ে জমজমাট হবে এতো জানাই ছিল।
advertisement
শুধু জমজমাট নয়, বিয়েতে নাচ- গানও হয়েছে চুটিয়ে। প্রসঙ্গত ইমন কিন্তু বিয়ের সব নিয়ম মানেননি। সিঁদুর-দান ও মালাবদল করেই বিয়ের নিয়ম সেরেছেন। এখানেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। তাই সারাক্ষণ হই-হুল্লোড়ে মাততে পেরেছেন তিনি। বিয়ের দিন 'টুম্পা সোনা' গানে চুটিয়ে নাচলেন ইমন। টলি পাড়ার সকলেই উপস্থিত ছিলেন। আগে থেকেই টুম্পা গানে নাচছিলেন টলি তারকারা। হঠাৎ কোথা থেকে নাচতে নাচতে এলেন ইমন। তারপর জমিয়ে চললো 'টুম্পা' গানে নাচ। এই নাচের ভিডিওতে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে। সকলেই প্রশংসা করেছেন ইমনের। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নব-দম্পতিকে। তবে শুধু 'টুম্পা' নয় অন্য গানেওও এই দিন নাচ করতে দেখা গিয়েছে ইমনকে। সঙ্গ দিবেছেন টলি পাড়ার তারকা থেকে গায়করা।