রিয়েলিটি শোতে দীপিকা দেখেই নাচের আবদার জানান রাঘব। রাজি হন দীপিকাও। মঞ্চে রাঘবের সঙ্গে নাচতে উঠে বেকায়দায় পড়লেন নায়িকা। ককরোচ লালা হার্ট সেপের বেলুন এনে দীপিকা প্রেম নিবেদন করলেন। কিন্তু তারপর যা হল তা মজার। দীপিকাকে প্রেম নিবেদন তো করলেন। কিন্তু তারপর নাচেই বললেন রাঘব, যে তোমার ভালোবাসা আমার জন্য নয়। 'তুম সাথ হো' গানে নাচ করলেন তিনি। রাঘবের নাচ দেখে মঞ্চে বসে পড়লেন দীপিকা। চোখে জল এলো। তারপর জড়িয়ে ধরলেন দীপিকাকে। এই ভিডিও কিছু দিন আগের। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ভাইরাল হয়।
ককরোচ ওরফে রাঘব এই শোয়ের প্রাণ। নাচের সঙ্গে সঙ্গে নানা মজার জিনিস করেন তিনি। মানুষের মন ভরিয়ে রাখতে জানেন রাঘব। এই কৌশলেই তিনি জিতলেন দীপিকার মন। ওদিকে দীপিকা ব্যস্ত নতুন কাজে। প্রভাসের সঙ্গে ছবি থেকে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবিতে কাজ। বেশ কয়েক দিন খারাপ সম্পর্ক ছিল তাঁর বনশালির সঙ্গে। কিন্তু সে সব মিটিয়ে ফের নতুন ভাবে আসতে চলেছেন তিনি বনশালির ছবিতে। ওদিকে দীপিকার স্বামী ও অভিনেতা রণবীর সিংও নতুন কাজ শুরু করছেন। তবে সিনেমায় নয়। তিনি এবার ছোট পর্দায় মুখ দেখাবেন। তার ইনস্পিরেশন অমিতাভ বচ্চন। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এখন তিনি একদম সুস্থ। বলিউডের শুধু দীপিকা নয়, করোনা আক্রান্ত হয়েছেন, আলিয়া ভাট, ক্যাটরিনা, ভিকি কৌশল, রণবীর কাপুর, আমির খান সহ অনেকেই। তবে সকলেই সেরে উঠেছেন। আপাতত দীপিকা ও ককরোচের ভিডিওতে মন ভরেছে মানুষের। ভাইরাল এই ভিডিও।
