তবে জানা যাচ্ছে দেশজুড়ে ‘ধুরন্ধর’ ঝড়ের আবহে ‘ইক্কিস’ রিলিজের দিনক্ষণ পিছিয়েছে। সত্যিই কি তাই? ‘ধুরন্ধর’ ঝড়ে কাঁপছে বক্স অফিস৷ সেই কারণেই কি ‘বীরু’র শেষ ছবি মুক্তি পিছিয়ে গেল৷ এবার ‘বীরু’র শেষ ছবি বড় আপডেট দিল’জয়’৷ তিনি জানান, ২০২৬-এর পয়লা জানুয়ারি রিলিজ করছে ছবিটি।
advertisement
বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, ‘আগে ‘ইক্কিস’- ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। এবার নতুন বছরের পয়লা জানুয়ারি রিলিজ করছে। কারণ জ্যোতিষ জানিয়েছেন, এই সময়টাই শুভ৷ সেইমতোই এই দিনটাই ঠিক করা হল৷’ সুতরাং -এর জন্য যে ছবি মুক্তি পিছোচ্ছে না তা এককথায় স্পষ্ট হয়ে গেল৷
গত ২৪ নভেম্বর,ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকেই তাঁর শেষ ছবি ‘ইক্কিস’ নিয়ে জোরদার চর্চা চলছে৷ শ্রীরাম রাঘবন পরিচালিত একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। উল্লেখ্য,‘ইক্কিস’-হাত ধরেই বড়পর্দায় প্রথমবার মুখ্য চরিত্রে দেখা মিলবে বিগ বির নাতি অগস্ত্য নন্দার।
