TRENDING:

Tamannaah-Vijay: প্রেমে সিলমোহর দিতেই তিতিবিরক্ত বিজয়, তমান্নাকে নিয়ে বড় বিপাকে অভিনেতা, তবে কি এবার...

Last Updated:

Tamannaah-Vijay: বিজয়-তমান্নার প্রেমের চর্চা দিনদিন বেড়েই চলেছে৷ তবে এই চর্চার কারণে তমান্নার সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত অভিনেতা বিজয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: তমান্না ও বিজয় দুজনেই তাদের সম্পর্ককে স্পটলাইট থেকে দূরে রাখলেও চলতি বছর জানুয়ারি মাসেই প্রথম ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়েছিল৷ ভাইরাল হওয়া ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছিল৷ অবশেষে তা স্বীকার করে নিয়েছেন তাঁরা৷ এখন টক অফ দ্য টাউন বিজয়-তমান্নার সম্পর্ক৷
advertisement

বিজয়-তমান্নার প্রেমের চর্চা দিনদিন বেড়েই চলেছে৷ প্রেমের খবর স্বীকার করে নেওয়ার পর থেকেই আরও বেশি করে শিরোনামে রয়েছেন তারকা জুটি৷ তবে এই চর্চার কারণে তমান্নার সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত অভিনেতা বিজয়৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়কে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা সাফ জানান, এত ক্যামেরার ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে৷

advertisement

আরও পড়ুন-‘আমাকে এসে জড়িয়ে ধরো,তারপর…’, চরম হেনস্তার শিকার উরফি! সেদিন যা হয়েছিল শুনলে শিউরে উঠবেন

আরও পড়ুন-থলথলে ভুঁড়ি নিয়ে নাজেহাল? চটজলদি বেলি ফ্যাট কমাতে দিন শুরু করুন এই ৫ ভেষজ পানীয় দিয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিজয় জানিয়েছেন, এটা ভাবতে গেলেই অবাক হয়ে যাচ্ছি, জুটি হিসেবে আমরা নাকি ভীষণ জনপ্রিয়৷ যদিও আমি এটাতে অভ্যস্ত নই৷ এতদিন নিজের শহরে এদিক-ওদিক ঘুরেছি৷ এখন আমরা একসঙ্গে ঘুরি৷ আর সব জায়গাতেই ক্যামেরা পৌঁছে যায়৷ আসলে ব্যক্তিগত জীবনটা ক্যামেরাবন্দি করতে মোটেই পছন্দ নয় অভিনেতার৷ সদ্যই ডেটিংয়ের কথা স্বীকার করেছেন তারকা জুটি৷ বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই প্রথমবার অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন তমান্না৷ ৷ তারপর থেকেই যেন তাঁদের নিয়ে চর্চার শেষ নেই৷ এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছিলেন,’লাস্ট স্টোরিজ ২’-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tamannaah-Vijay: প্রেমে সিলমোহর দিতেই তিতিবিরক্ত বিজয়, তমান্নাকে নিয়ে বড় বিপাকে অভিনেতা, তবে কি এবার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল