TRENDING:

'যখন কলেজে পড়তাম...', প্রকাশ্যে সামান্থাকে প্রেম নিবেদন বিজয়ের?

Last Updated:

সামান্থার একনিষ্ঠ অনুরাগী বিজয়। ইন্ডাস্ট্রিতে আসার আগেই মন দিয়ে বসেছিলেন অভিনেত্রীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজয় দেবেরাকোন্ডা এবং সামান্থা প্রভু। দক্ষিণের প্রথম সারির দুই তারকা। দু'জনেই আপতত দক্ষিণের গণ্ডি পেরিয়ে পাড়ি দিয়েছেন বলিউডে। আবার ইতিমধ্য়েই একসঙ্গে একটি তেলুগু ছবির কাজ সেরে ফেলেছেন তাঁরা। কিন্তু জানেন কি, এক সময়ে সহকর্মীর প্রেমে হাবুডুবু খেতেন 'লাইগার'?
বিজয় এবং সামান্থা।
বিজয় এবং সামান্থা।
advertisement

সামান্থার একনিষ্ঠ অনুরাগী বিজয়। ইন্ডাস্ট্রিতে আসার আগেই মন দিয়ে বসেছিলেন অভিনেত্রীকে। সম্প্রতি সামান্থার নতুন ছবির ট্রেলার পোস্ট করেছেন অভিনেতা। মুগ্ধতা প্রকাশ করে লিখেছেন, "ওর প্রেমে পড়েছিলাম। যখন কলেজে পড়তাম, ওকে প্রথম বার বড় পর্দায় দেখেছিলাম। খুবই পছন্দ করি ওকে। সামান্থার মতো মানুষের প্রশংসা প্রাপ্য়।'

শীঘ্রই মুক্তি পাবে সামান্থার নতুন ছবি 'যশোদা'। অভিনেত্রী এবং ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন বিজয়। বড় পর্দায় ছবিটি দেখার জন্য মুখিয়ে 'অর্জুন রেড্ডি'।

advertisement

আরও পড়ুন: খোলামেলা দৃশ্য নিয়ে রাগ অতীত, ছেলের প্রাক্তন সামান্থাকে দেখতে ছুটলেন নাগার্জুন!

আরও পড়ুন: অসম মেঘালয় সীমান্তে আচমকা বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত! নেপথ্যে আসল কারণ কী? শুরু 'এমার্জেন্সি' তোরজোড়!

কয়েক মাস আগেই কুশির শ্যুট শেষ করেছেন সামান্থা এবং বিজয়। এই ছবিতেই প্রথম জুটি বাঁধলেন দক্ষিণের দুই তারকা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে রোম্যান্টিক কমেডিটি। একসঙ্গে কাজ করার সুবাদেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। ব্যস্ত রুটিন ফাঁকি দিয়েই চলত আড্ডা, খুনসুটি। বিশেষ মুহূর্তগুলি লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিজয়। পর্দায় আসার আগেই তাঁদের রসায়নে বুঁদ অনুরাগীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

বলিউডে সদ্য হাতেখড়ি হয়েছে বিজয়ের। সৌজন্যে ধর্ম প্রোডাকশনসের লাইগার। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও বিজয়ের জনপ্রিয়তার পারদ ঊর্ধ্বমুখী। অন্য দিকে, ফ্যামিলি ম্যান-এর রাজি হয়ে ঝড় তুলেছেন সামান্থা। গুঞ্জন, বরুণ ধবনের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'যখন কলেজে পড়তাম...', প্রকাশ্যে সামান্থাকে প্রেম নিবেদন বিজয়ের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল