TRENDING:

বলিউডে বিগ ডেবিউ রুক্মিণীর, দেব কতটা সাপোর্ট দিয়েছেন বললেন রুক্মিণী

Last Updated:

আর ক'জন বা রুক্মিণীর মতো সফল হয়? 2021 সাল শুরু হতে না হতেই রুক্মিণীর বিগেস্ট নিউজ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিলা মাইতি
advertisement

#কলকাতা: আর ক'জন বা রুক্মিণীর মতো সফল হয়? 2021 সাল শুরু হতে না হতেই রুক্মিণীর বিগেস্ট নিউজ! খবরটা রুক্মিণী নিজে ফলাও করে বলেননি। বললেন বিদ্যুত জামাল। নামটা শুনে অনেকেই চমকে উঠবেন। বিদ্যুতের টুইটে কেন রুক্মিণীর নাম?

বিপুল শাহের পরিচালনায় আগামী অ্যাকশন থ্রিলারে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। ছবির নাম 'সনক'।

advertisement

ফোনে ধরা হল রুক্মিণীকে। কী ব্যাপার, কিছু না বলেই অনেক কিছু বলে দিলেন যে? "সত্যি যা বলেছেন। আমি তো আসলে এখন কিছু বলতেই পারব না! সবে তো ঘোষণা হল। আমি এখন আনন্দ করার বদলে খুব নার্ভাস হয়ে আছি। প্রথম বলিউড প্রজেক্ট। অবশ্য এর আগেও তো বাইরে, বিদেশে শুটিং করেছি। বিষয়টা তেমনই হবে। ভাষাটা শুধু আলাদা।"

advertisement

আপনি তো বরাবর আত্মবিশ্বাসী। ভয় কীসের? "আমার সব ছবির আগেই এই phase টা আসে। মনটা চঞ্চল হয়ে ওঠে। "

দেব কী বললেন? আপনাকে বলিউডে ছেড়ে দেবেন? "দেব বরাবর আমায় সাপোর্ট দিয়ে গেছে। এটাও বলেছে, তুমি তিন চার বছর ছবির জগতে এসেই বলিউড ব্যানার পেয়েছ। ইউ হ্যাভ টু লিভ আপটু দ্য এক্সপেক্টেশন। আসলে দেব, আমার মা-দিদি, ছোট্ট আমাইরা এরা আমার সাপোর্ট সিস্টেম। আমার সব সিদ্ধান্ত এদের নিয়েই। বিদ্যুতের মতো অ্যাকশন হিরোর সঙ্গে ডেবিউ হবে, সেটা ভাবতেই পারিনি আমরা একদম। তারপর মনে হল, এঁরা তো আমার টলিউডের কাজগুলো দেখেছেন, নিশ্চয়ই আমার উপর ভরসা রেখেছেন। "

advertisement

তাহলে? শুটিং শুরু হলে অনেকদিন একা একা থাকতে হবে। " না না একদম একা থাকছি না । মা আমার সঙ্গে যাচ্ছেন। ওখানে থাকছেন আমার সঙ্গে। পুরো কাজ শেষ না হওয়া অবধি।"

না বললেও চলে! দেবও নিশ্চয়ই মাঝে মাঝে যাবেন রুক্মিণীকে উৎসাহ দিতে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে বিগ ডেবিউ রুক্মিণীর, দেব কতটা সাপোর্ট দিয়েছেন বললেন রুক্মিণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল