বক্সঅফিস কাঁপাচ্ছে সিম্বা ৷ সেই ছবি ঘিরে দর্শকদের মনের রিঅ্যাকশন কি ৷ তা জানতেই পরিচালক রোহিত শেট্টি-কে নিয়ে মুম্বইয়ের বিভিন্ন হলে হামেশাই ঢুঁ দিচ্ছেন রণবীর সিং ৷ শনিবারও সেই উদ্দেশেই মুম্বইয়ের এক জনপ্রিয় হলে যান রণবীর ৷ সেখানেই এক ফ্যানকে দেখে ইমোশনল হয়ে পড়েন তিনি ৷ আবেগের বশে সেই মহিলা ভক্তের কাছে গিয়ে সটান গিয়ে চুমু খেয়ে বসেন রণবীর ৷ শুধু তাই-ই নয় ৷ তাঁর আবদারে ওই মহিলার সঙ্গে নিজস্বীও তোলেন তিনি ৷
advertisement
কিন্তু কেন আবেগবিহ্বল হয়ে পড়লেন রণবীর জানেন ? সিনেমা শেষে রণবীরের কাছে যেতে যখন সকলে ব্যস্ত ৷ ঠিক তখনই ওই মহিলা ভক্তকে দেখেন রণবীর ৷ মহিলার এক পায়ে ফ্র্যাকচার থাকার জন্য রণবীরের কাছে পৌঁছতে পারছিলেন না তিনি ৷ সেটিই নজরে আসে রণবীর সিংয়ের ৷ এরপরই ওই মহিলা ভক্তের দিকে এগিয়ে গিয়ে আবেগবিহ্বল হয়ে গিয়ে তাঁকে চুমু খান তিনি ৷