TRENDING:

Vicky Kaushal and Katrina Kaif wedding : মুগ বরফি, কাজু পান থেকে ধোকলা, স্থানীয় দোকানের মিষ্টিতে মুগ্ধ ভিক্যাটের বিয়েবাড়ির অতিথিরা

Last Updated:

Vicky Kaushal and Katrina Kaif wedding : সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর : ভিকি ক্যাটরিনার বিয়ের (Vicky Kaushal and Katrina Kaif;s wedding) অতিথিরা স্থানীয় এক দোকানের খাবারে মুগ্ধ৷ সোয়াই মাধোপুর জেলার ‘জনতা যোধপুর সুইট হোম’ বরাত পেয়েছে বিয়েবাড়িতে গুজরাতি ও রাজস্থানি মিষ্টি পৌঁছে দেওয়ার (local Rajasthani sweets)৷ সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷
advertisement

দোকানের তরফে অর্জুন উপাধ্যায় জানিয়েছেন, ‘‘বিয়ের অতিথিরা যোধপুরের মেওয়া কচৌরি, বিকানেরের গোন্দ পাক, গুজরাতের ধোকলা খেয়েছেন প্রাতরাশে৷ সমোসা, কচৌরি, ধোকলা পাঠানো হয়েছিল হোটেলে, হলদি অনুষ্ঠানে৷’’ এই দোকান থেকে বিয়েবাড়িতে পৌঁছেছে ৮০ কেজি ওজনের বিভিন্ন স্বাদের মিষ্টি৷ তার মধ্যে ছিল ‘মুগডালের বরফি’, ‘গুজরাতি বখলায়া’, ‘কাজু পান’ এবং ‘চকো বাইট’-সহ অন্যান্য স্বাদ৷ বৃহস্পতিবার মিষ্টিান্ন ছাড়াও বিয়েবাড়িতে এই দোকান থেকে যাবে ১০০ রকমের সমোসা ও ধোকলা৷

advertisement

আরও খবর : ৭ টি দুধসাদা ঘোড়ায় টানা গাড়িতে বর, কনে থাকবেন পালকিতে, আজই সপ্তপদী ভিকি-ক্যাটরিনা

দেশ বিদেশের রকমারি স্বাদের সঙ্গে স্থানীয় কিছু খাবারও যে ভিক্যাটের বিয়ের আসরে থাকবে, সে কথা শোনা গিয়েছিল আগেই৷ স্থানীয় স্বাদের মধ্যে থাকছে কচৌরি, দহি ভল্লা এবং চাট ও কাবাব৷ এছাড়াও স্বাদবাহারে শোভা পাবে রাজস্থানি খাবার৷ উত্তর ভারতের কাবাব ও মাছের পদ সাজিয়ে দেওয়া হবে অভ্যাগতদের৷ ইতালীয় শ্যেফ তৈরি করছেন ৫ স্তর বিশিষ্ট নীলসাদা রঙের বিয়ের কেক৷ যার পোশাকি নাম টিফ্যানি ওয়েডিং কেক৷

advertisement

আরও খবর : ৭০০ বছরের কেল্লায় নিশিযাপনের ন্যূনতম খরচ ৭৫ হাজার টাকা! ভিক্যাটের বিয়ের আসর নিয়ে জানুন খুঁটিনাটি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ক্যাটরিনা বরাবরই রাজস্থানি ঘরানায় মুগ্ধ৷ তাঁর ইচ্ছাতেই বিয়ে হচ্ছে এভাবে, এই পরিবেশে৷ ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের মধ্যে থাকছে ডাল বাটি চুরমা৷ সেই ডাল আবার হবে ১৫ রকমের আলাদা স্বাদের৷ বিয়েবাড়ি জুড়ে থাকবে পান, ফুচকা এবং অন্যান্য ভারতীয় স্বাদের খাবারের স্টল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vicky Kaushal and Katrina Kaif wedding : মুগ বরফি, কাজু পান থেকে ধোকলা, স্থানীয় দোকানের মিষ্টিতে মুগ্ধ ভিক্যাটের বিয়েবাড়ির অতিথিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল