জানা যাচ্ছে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। তিনি মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর নেতৃত্বে দুই সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কবীর সুমন সিওপিডির রোগী। বছর দশেক আগেও তিনি শ্বাসযন্ত্রের অসুখে ভুগেছিলেন। এছাড়াও বার্ধক্যজনিত একাধিক অসুখ রয়েছে তাঁর। তবে ইতিমধ্যেই প্রায় সমস্ত পরীক্ষা করা হয়েছে কবীর সুমনের। বুকের এক্স রে করার পরে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে শ্বাসযন্ত্রে। এই মুহূর্তে তাঁকে নিয়ে আতঙ্কে নেই। তবে করোনা রিপোর্ট আসার পরেই সমস্তটা স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।
advertisement
কবীর সুমনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করা শুরু করেছেন। ইতিমধ্যেই অনেকে তাঁর আরোগ্য কামনা করেছেন। নিজের ফেসবুকে বর্ষীয়ান যথেষ্টই সক্রিয়। প্রায়ই নিজের তৈরি গান শেয়ার করেন গায়ক। সাম্প্রতিক কালে তিনি ফেসবুক লাইভে এসে বাংলা খেয়াল গান নিয়ে ফলোয়ারদের সমৃদ্ধ করেছেন।