দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৭০ দশকের হার্টথ্রব বিনোদ খান্না ৷ ক্যান্সার মারণ থাবা বসিয়েছিল তাঁর শরীরে ৷ গত ৫ এপ্রিল মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে অসুস্থতাজনিত কারণে ভর্তি হন তিনি ৷ ৬ এপ্রিল অসুস্থ বিনোদ খান্নার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ সেসময় টাইমস অফ ইন্ডিয়ায়কে বিনোদ খান্নার পুত্র রাহুল জানান, ‘বাবা মারাত্মক জলশূন্যতায় ভুগছে ৷ আর তার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷’ এরপরই এদিন আসে তাঁর প্রয়াণের খবর ৷
advertisement
১৯৪৬ সালে অবিভক্ত ভারতের পেশওয়ারে জন্ম বিনোদ খান্নার। এক সময় তিনিই ছিলেন অমিতাভ বচ্চনের কাছে কম্পিটিশন ৷ ১৯৬৮ থেকে ২০১৩ সালের মধ্যে মোট ১৪১টি সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন তিনি ৷ ব্লকবাস্টার দবং-এ সলমন অভিনীত চুলবুল পাণ্ডের বাবার ভূমিকা বিনোদ খান্নার অভিনয় এখনও সকলের স্মৃতিতে জ্বলজ্বল করছে ৷ তবে ৭০-এর দশকে একের পর এক হিট ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি ৷ সিলভার স্ক্রিনে তাঁর আত্মপ্রকাশ সুনীল দত্তেক ‘মন কা মিত’ ছবির হাত ধরে ৷
কেরিয়ারের শুরু দিকে সেকেন্ড লিড বা নেগেটিভ রোলে অভিনয় করলেও খুব শীঘ্রই প্রথম সারির নায়কদের মধ্যে জায়গা করে নেন বিনোদ খান্না ৷ মেরে আপনে, মেরা গাঁও মেরা দেশ, অমর আকবর অ্যান্টনি, কচ্চে ধাগে, জেল যাত্রা, ইমিতিহা, ইনকার, রাজপুত, কুরবানি, ‘আধা দিন আধা রাত’
‘পরভরিশ’, ‘জমির’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ তাঁর উল্লেখযোগ্য হিট ছবিগুলির মধ্যে কয়েকটি ৷
১৯৮২-তে সিনেমাজগত থেকে অবসর নেন তিনি ৷ যদিও ৫ বছর বাদে ফের অবসর কাটিয়ে অভিনয়ে ফেরেন ৷
১৯৯৭-তে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান বিনোদ খান্না ৷ পাঞ্জাবের গুরদাসপুর থেকে জিতে সাংসদ নির্বাচিতও হন ৷