পুরো ঘটনাটির একটি ভিডিও নিজের Instagram আ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেন এক পাপারাৎজি। ভিডিও ভাইরাল হতেই অবশ্য ব্যঙ্গের শিকার হন বরুণ। নেট-মাধ্যমে নেটিজেনদের একাংশ ভেবে নেন, তিনি কোভিডের এই অবস্থার মধ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন, যা নিয়ে শোরগোল পড়ে যায়। বাধ্য হয়েই সেই ভিডিওর উত্তর দিতে হয় বরুণকে। তিনি জানান, ছুটি কাটাতে নয়, বরং নিজের আসন্ন ছবির শ্যুটিংয়ের কাজেই মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন তিনি। ভেড়িয়ার জন্য বরুণ শুটিং করছিলেন অরুণাচল প্রদেশে। সেখানকার জিরো সিটিতে এই ছবির বেশকিছু অংশ শ্যুট করা হয়। ছবিতে বরুণের বিপরীতে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)।
advertisement
তবে সামাজিক নেট-মাধ্যমে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরুণের। বুধবার নিজের জন্মদিন উপলক্ষে একটি অসংবেদনশীল ট্যুইট নিজের আ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিলেন বরুণ যা বেশ সমালোচনার মুখে পড়ে। এর পর নিজের অ্যাকাউন্ট থেকেই এক ভক্তের বানানো একটি ছবির কোলাজ শেয়ার করেন বরুণ, যে ছবিতে তাঁর অভিনীত নানা ছবির নানা মুহূর্ত দেখা যাচ্ছিল । সেই ছবি শেয়ার করে বরুণ উপরে লেখেন 'প্লাজমা দান করুন, জীবন বাঁচান', যা নিয়েও বেশ অসুবিধা দেখা যায়। খোদ ভক্তদের একাংশই এই ট্যুইটের মধ্যে রুচির অভাব বোধ করেছেন।