সম্প্রতি ইউটিউবার শুভঙ্কর মিশ্রের কাছে এক সাক্ষাৎকারে দিয়েছেন বরুণ। নিজের শৈশবের স্মৃতিচারণ করেছেন তিনি এবং নাতাশা দালালের প্রতি তাঁর অনুভূতির কথাও জানান। ষষ্ঠ শ্রেণীতেই নাতাশাকে প্রথম দেখেছিলেন বরুণ।
এর বছর দু’য়েক পরে শ্রদ্ধার দশ বছরের জন্মদিনেও অভিনেত্রীর মনে ছিল আগের প্রত্যাখ্যানের স্মৃতি। জন্মদিন উদযাপনের সময় একটি জাম্পিং ব্যাগ নিয়ে খেলছিলেন বরুণ। সেই সময় তাঁকে ঘিরে ধরেছিলেন আরও চার জন ছেলে। তাঁদের আবার শ্রদ্ধার প্রতি অনুভূতি ছিল। বরুণের কথায়, “দিনটা ছিল শ্রদ্ধার দশম জন্মদিন। ও আমায় জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিল। সেদিন ও একটা ফ্রক পড়েছিল। সেই সময় আচমকা প্রায় চারটি ছেলে আমায় ঘিরে ফেলে। ওদের আবার শ্রদ্ধার প্রতি ভাল লাগা ছিল। ওটা একটা জন্মদিনের পার্টি ছিল, যার ফলে আমরা সকলেই জাম্পিং ব্যাগ নিয়ে খেলছিলাম। সেই সময়ই চারজন আমায় ঘিরে ধরে প্রশ্ন করে যে, তুমি কেন শ্রদ্ধাকে পছন্দ করো না? আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি বলছিলাম, আমি তো নাচের প্রতিযোগিতায় বেশি আগ্রহী। অথচ ওরা বলছিল যে, না না তোমার ওকে ভাল লাগতেই হবে। এমনকী আমি একেবারেই মজা করছি না। ওই ছেলেগুলিই ওকে পছন্দ করত। ফলে ওরা আমার সঙ্গে ঝামেলা শুরু করে। এরপর আমায় মারতে শুরু করে। আসলে আমি প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় ওই চারজনকে দিয়ে শ্রদ্ধা আমায় মার খাইয়েছিল। কিন্তু আমিও ওদের মারতে শুরু করি। একেবারে ফিল্মি দৃশ্য ছিল। এরপরে আমি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এমনকী জিতেও যাই। শ্রদ্ধা তৃতীয় হয়েছিল।”
advertisement
এরপর টিনএজে শ্রদ্ধার স্কুলের একটি ডান্ডিয়া অনুষ্ঠানে আবার দেখা হয়েছিল বরুণ আর শ্রদ্ধার। সেই সময় বরুণ অন্য স্কুলে চলে গিয়েছিলেন। তবে শ্রদ্ধার স্কুলের ইভেন্টে অংশ নিয়েছিলেন। স্মৃতিচারণ করে অভিনেতা বলেন যে, “শ্রদ্ধা যখন টিনএজার হল, তখন যেন আরও সুন্দরী হয়ে উঠল ও। আমরা আলাদা স্কুলে পড়তাম। ওর স্কুলে একটি ডান্ডিয়া প্রতিযোগিতা চলছিল, যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানেও আমি সমস্যায় পড়ি, কারণ আমি ডান্ডিয়া দিয়ে অন্য একজনকে আঘাত করে ফেলেছিলাম। আমি তো ছুটে পালিয়ে লুকোতে যাচ্ছিলাম। আর সেই সময়ই দেখলাম যে, একটা মেয়ে স্লো মোশনে হেঁটে আমার দিকে আসছে। ওটাই ছিল শ্রদ্ধা কাপুর। ওই দিন ওকে অপূর্ব সুন্দরী লাগছিল। ওকে প্রত্যাখ্যান করার জন্য ওই দিন আমার অনুশোচনা হয়েছিল। এরপর আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। সেটা একটা বড় গল্প। এরপর কী হয়েছিল, সেটা ওকেই জিজ্ঞাসা করে নেবেন।” প্রসঙ্গত ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে একসঙ্গে দেখা গিয়েছিল বরুণ ধওয়ান এবং শ্রদ্ধা কাপুরকে।