TRENDING:

Mahanayak Samman : 'কখনও দেখা পাইনি ওঁর, না দেখাটা খুব মিস করি...!' উত্তম স্মরণে স্মৃতিচারণায় মমতা, এবছর কারা পেলেন 'মহানায়ক' সম্মান, রইল তালিকা

Last Updated:

Mahanayak Samman: প্রতি বছরের ন্যায় এবছর উত্তম কুমার স্মরণে মহানায়ক সম্মান অনুষ্ঠান শুরু হল। মুখ্যমন্ত্রী ও বিশিষ্টরা মঞ্চে একে একে উত্তম কুমারের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবছর ৬ জন মহানায়ক সম্মান পাচ্ছেন। কারা রয়েছেন সেই তালিকায়, দেখে নিন একনজরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৪ জুলাই বাঙালির বড্ড মন খারাপের দিন। এদিন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার। আজ তাঁর প্রয়াণ দিবস। তিনি চলে গেলেও আজও তিনি বেঁচে আছেন বাঙালির হৃদয়ের মণিকোঠায়।
News18
News18
advertisement

প্রতি বছরের ন্যায় এবছর উত্তম কুমার স্মরণে মহানায়ক সম্মান অনুষ্ঠান শুরু হল। মুখ্যমন্ত্রী ও বিশিষ্টরা মঞ্চে একে একে উত্তম কুমারের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এবছর ৬ জন মহানায়ক সম্মান পাচ্ছেন। কারা রয়েছেন সেই তালিকায়, দেখে নিন একনজরে,

এবছর বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক সম্মান প্রদান করা হচ্ছে:

সোমনাথ কুন্ডু (মেকআপ আর্টিস্ট)

advertisement

আনন্দ আঢ্য (সেট ডিজাইনার)

গার্গী রায় চৌধুরী (অভিনেত্রী)

ইমন চক্রবর্তী (সঙ্গীত শিল্পী)

রূপঙ্কর বাগচি (সংগীতশিল্পী )

মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন

গৌতম ঘোষ (পরিচালক)

এদিন অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণা করে বলেন, আমি সুচিত্রা সেনের সান্নিধ্য পেয়েছি, কিন্তু উত্তম কুমারের সঙ্গে কোনদিনও দেখা হয়নি। এই না দেখাটা খুব মিস করি। সেই সঙ্গে অভিনেত্রী সৌমিতৃষার নামের প্রশংসা করলেন। স্বনামধন্য গায়িকা ইমনের গানের প্রশংসা করলেন। পরিচালক গৌতম ঘোষের ছবির উচ্চ প্রশংসা করলেন। এবং অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন একটু দেরিতে তাঁকে এই সম্মান দেওয়ার জন্য।

advertisement

আরওপড়ুন-২৪ বছর পর সেই ‘মাহেন্দ্রক্ষণ’…! শ্রাবণ মাসে বিরল রাজযোগ, ৪ রাশিকে সোনায় মুড়ে দেবেন দেবাদিদেব মহাদেব, শিবের আশীর্বাদে আয়-উন্নতির ফোঁয়ারা

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা মডেল তৈরি করেছে। ১০০টি জায়গায় ৪০-৫০ জন বসে ছবি যাতে দেখতে পারে এরকম একটা আইডিয়া ডেভেলপ করেছে। আমাদের কনসেপ্টটা ভাল লেগেছে। এই মডেলটা আমরা খতিয়ে দেখছি। বাংলা ভাষা নিয়ে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে জাগ্রত করতে পারে। আমাদের ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে। এটা নিয়ে সর্বস্তরে জাগরণ হওয়া উচিত।

advertisement

মমতা বলেন, আজকাল বাংলা ধারাবাহিকে যা যা দেখানো হয়। সেটা কিন্তু সমাজে বার্তা যায়। সিরিয়াল দেখে বাচ্চারা ভুল করছে অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলব, যারা মালিক তাদের হাতে সব আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। সিরিয়াল দেখে টেনশন করব এসব তৈরি করবেন না এবং বিশেষ করে বলব সিরিয়ালে বাংলা গান আর কোথায়। সিরিয়ালে বাংলা গানের ব্যবহারটা একটু বেশি হওয়া উচিত। ভাবতে হবে। হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান সব গান থাকুক কিন্তু বাংলা গানটাকে গুরুত্ব দিতে হবে সেটা মাথায় রাখতে হবে। সেই জন্য কখনও কখনও খুব খারাপ লাগে। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে যেন গর্ববোধ করি আমরা আমাদের সংস্কৃতি কে বাদ দিয়ে কিছু করতে পারবো না। স্বামীজি বলেছিলেন ‘একতাই বল’ তাই সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahanayak Samman : 'কখনও দেখা পাইনি ওঁর, না দেখাটা খুব মিস করি...!' উত্তম স্মরণে স্মৃতিচারণায় মমতা, এবছর কারা পেলেন 'মহানায়ক' সম্মান, রইল তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল