গুলজার সাহেব কলকাতায় উড়ে এসেছিলেন এই বলে, ‘রাশিদকে ওর মাটিতেই গান গাওয়াব’! রাশিদের গান শুনতে শুনতে ইমোশনাল হয়ে পড়েছিলেন। বলেছিলেন, ” আমি এই বয়সেও যদি ওর থেকে একটা স্বর-ও শিখতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে।” ভারতবর্ষে এরকম মানের শিল্পী শতবর্ষে আর আসবে না। সবথেকে বড় কথা, এরকম মনের শিল্পী। এতভাল বন্ধু আর কি পাব? আমরা কত দিনের বন্ধু! একসঙ্গে টালিগঞ্জের গল্ফ ক্লাবের ভিতর গিয়ে বল কুড়োতাম…! ও ভাল থাকুক।
advertisement
মাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত হন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান । গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি।