TRENDING:

Ustad Rashid Khan Demise: গুলজার বলেছিলেন, ' আমি এই বয়সেও যদি রাশিদের থেকে একটা স্বর-ও শিখতে পারি, ধন্য হব': দেবজ্যোতি মিশ্র

Last Updated:

উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে শোকস্তব্ধ দেবজ্যোতি মিশ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কী বলব… কী বলার… আজ বড় মনখারাপের দিন। আমরা অনেকদিন ধরেই জানতাম, রাশিদ ভাল নেই! কিন্তু এ’ভাবে যে চলে যাবে…! আমার থেকে বছর ছয়েকের ছোট রাশিদ। কত কাজ একসঙ্গে করেছি। কত স্মৃতি। সেদিনটা মনে পড়ছে। গুলজার সাহেব রাশিদের গানের রেকর্ডিং করছেন। রমেশ শর্মার ছবি, লাল বাহাদুর শাস্ত্রীর উপর ডকুমেন্টারি। গুলজার সাহেবের লিরিক্স, আমার কম্পোজিশন।
advertisement

গুলজার সাহেব কলকাতায় উড়ে এসেছিলেন এই বলে, ‘রাশিদকে ওর মাটিতেই গান গাওয়াব’! রাশিদের গান শুনতে শুনতে ইমোশনাল হয়ে পড়েছিলেন। বলেছিলেন, ” আমি এই বয়সেও যদি ওর থেকে একটা স্বর-ও শিখতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে।” ভারতবর্ষে এরকম মানের শিল্পী শতবর্ষে আর আসবে না। সবথেকে বড় কথা, এরকম মনের শিল্পী। এতভাল বন্ধু আর কি পাব? আমরা কত দিনের বন্ধু! একসঙ্গে টালিগঞ্জের গল্ফ ক্লাবের ভিতর গিয়ে বল কুড়োতাম…! ও ভাল থাকুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মাত্র ৫৫ বছর বয়সেই প্রয়াত হন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান ।  গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি। শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ustad Rashid Khan Demise: গুলজার বলেছিলেন, ' আমি এই বয়সেও যদি রাশিদের থেকে একটা স্বর-ও শিখতে পারি, ধন্য হব': দেবজ্যোতি মিশ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল