তবে সম্প্রতি উরফি(Urfi Javed's Viral Video) যা করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। নানা রকম উদ্ভট পোশাক পরে শপিং মল থেকে রাস্তায় ঘুরে বেড়ানো উরফির প্রায় রোজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ান তিনি। এবারও ঠিক তাই করলেন।
খোলা বুকের ওপর চেন আর স্টারের মালা ঝুলিয়ে ঘুরে বেড়ালেন পাবলিক প্লেসে। সঙ্গে পরলেন কালো বিকিনি কাট অর্ন্তবাস ও নেট স্কার্ট। যা থেকে উরফির প্রায় গোটা শরীর স্পষ্ট। এভাবেই তাঁকে দেখতে পেয়ে ছুটে এলেন পাপারাৎজিরা। ফটো তুলতে গিয়ে বার বার নিজের চেন-স্টার টপ ঠিক করতে দেখা গেল নায়িকাকে। মাঝে মধ্যেই সেই চেনের ফাঁকে উঁকি দিচ্ছে শরীর।
তবে শুধু পাপারাৎজিরা নন। তাঁকে দেখে সাধারণ মানুষও ভিড় জমালেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। ফের নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন উরফির(Urfi Javed's Viral Video)। তবে সেদিকে খেয়াল নেই তাঁর। নিজেই মশগুল নিজের দুনিয়ায়। উরফি এভাবেই চর্চায় আসেন । কয়েক দিন আগেই 'নীল ছবি' নিয়ে উরফির একটি প্রাঙ্ক ভিডিও সামনে এসেছিল। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল। এমনকি উরফি ইতিমধ্যে পাপারাৎজিদের বলেছেন, 'আমি যদি উরফি লেখা টিশার্ট দিই, আপনারা পরবেন?" বোঝো কাণ্ড এবার নিজের নাম লেখা টিশার্ট পরাবেন উরফি জাভেদ।