উরফি জানেন কী করলে তাঁকে নিয়ে চর্চা হবে। নিজেকে ইনস্টাগ্রাম স্টার বলেন তিনি। বলিউডের অনেকেই নানা সময় উরফির পোশাক নিয়ে সমালোচনা করেছেন। কাশ্মীরা শাহর সঙ্গে তো প্রায় লড়াই লেগে যাচ্ছিল তাঁর। তবে কে বললো, তাতে কেয়ার করার মানুষ উরফি নন। আর তাই জন্যই তিনি বোল্ড, সাহসী। শুধু পর্দায় নয়, রাস্তাঘাটেও সাহসী রূপে ধরা দেন তিনি।
advertisement
ফের একবার ভাইরাল হল উরফির একটি ভিডিও। বিমান বন্দরে উরফি ফের পরে গেলেন অর্ধনগ্ন পোশাক। ডেনিমের সঙ্গে পরলেন ব্রা ও বুক কাটা টিশার্ট। না এটি ক্রপ টপ নয়। উরফি নিজেই টিশার্ট কেটে এই পোশাক বানিয়েছেন। তবে এখানেই শেষ নয়। ক্যামেরা দেখতেই দু'হাত তুলে দাঁড়িয়ে পরলেন নায়িকা। ব্যস ছবি পর ছবি। কিন্তু এই সময়েই ঘটল আর এক কাণ্ড।
হঠাৎ করেই উরফির থেকে সরে গেল পাপারাৎজিদের ক্যামেরা। সামনে এসে পড়লেন উরফির এক ভক্ত। মোবাইলে তুলতে থাকলেন ছবি। হুট করে ওই ভক্ত চলে আসায় একটু অস্বস্তিতে পড়ে যান নায়িকা। এই ভিডিও সামনে আসতেই শুরু হয় চর্চা। নেটিজেনরা লিখেছেন, এই সব পোশাকে রাস্তা ঘাটে বেরোবেন না আপনি। কেউ বলেছেন, বড় অঘটন ঘটতেও বেশি সময় লাগবে না। তবে সব কিছুর পরেও ভাইরাল উরফি জাভেদ।