TRENDING:

Urfi Javed: 'নোংরা' ইমেজ, তাই প্রাপ্ত বয়স্কদের ওয়েবসিরিজে অভিনয়ের প্রস্তাব! কী জানালেন উরফি জাভেদ?

Last Updated:

Urfi Javed in Adult Web Series: উরফি (Urfi Javed) আরও জানিয়েছেন, বর্তমানে কোনও কাজ পাচ্ছেন না তিনি। কারণ অনেকেই তাঁকে সাহসী ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ মানেই সোশ্যাল মিডিয়াতে খোলামেলা ছবি আর ততোধিক ট্রোলিং! বিগ বস ওটিটি প্রতিযোগী উরফি জাভেদ (Urfi Javed) সোশ্যালে যতই জনপ্রিয় হন না কেন, ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা কেমন? সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি ভিডিও পোস্টের পর থেকেই আর কাজ পাচ্ছেন না উরফি (Urfi Javed)। এমনকী তাঁকে টিভি ছেড়ে প্রাপ্তবয়স্কদের ওয়েব সিরিজে কাজ করতেও বলা হয়েছে, কারণ তাঁর ইমেজটাই এখন ‘নোংরা’।
advertisement

আরও পড়ুন- থামবে কোথায়, কপালে হাত জনগণের! শনিবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম!

ETimes-এর একটি সাক্ষাত্কারে উরফি (Urfi Javed) বলেন, “সম্প্রতি, আমি একজন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি যিনি আমাকে বলেছিলেন, “তোমার পক্ষে এখন বিশেষ করে টেলিভিশনে কাজ পাওয়া খুব কঠিন কারণ তোমার ইমেজ খুবই খারাপ। টেলিভিশনে আর তো কাজ পাবে না তুমি, ইমেজটাই নোংরা হয়ে রয়েছে”। তিনি আমাকে প্রাপ্তবয়স্কদের ওয়েব সিরিজে কাজ করতে বলছিলেন কারণ আমি এর চেয়ে ভাল কাজ পাব না। আমি সরাসরিই তাঁকে বলেছিলাম যে আমি অন্তরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি যে ধরনের জামাকাপড় পরি তা দিয়ে আমার কাজের বিচার কেন হবে। আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে আমার ইমেজকে সোশ্যাল মিডিয়াতে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। শিক্ষিত লোকজনই এই কাজ করছে। তারা নিজেরা সবই করে কিন্তু আমাকে করতে দেখলেই তাদের সমস্যা। এই মানসিকতার কারণেই আমি কোনও অভিনয় করছি না।”

advertisement

আরও পড়ুন- প্যাচপ্যাচে গ্রীষ্মে শরীরের গোপন অংশের যত্ন নেবেন কীভাবে! এক ঝলকে দেখে নিন ছবিতে

উরফি (Urfi Javed) আরও জানিয়েছেন, বর্তমানে কোনও কাজ পাচ্ছেন না তিনি। কারণ অনেকেই তাঁকে সাহসী ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন যাতে তিনি অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। উরফি বলেন, “আমার খারাপ লাগছে, আমার পোশাকের সঙ্গে আমার অভিনয়কে কেন জুড়ছেন? আমার মনে হয় আমি একজন ভদ্র অভিনেতা এবং আমার একটা সুযোগ দরকার। তাই এই দু’টি জিনিসকে জুড়ে দেবেন না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

উরফি জাভেদকে (Urfi Javed) শেষ দেখা গিয়েছিল অল্টবালাজির ওয়েব সিরিজ, পাঞ্চ বিটে। ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় এবং কসৌটি জিন্দগি কে’র মতো সিরিয়ালেও দেখা গিয়েছে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: 'নোংরা' ইমেজ, তাই প্রাপ্ত বয়স্কদের ওয়েবসিরিজে অভিনয়ের প্রস্তাব! কী জানালেন উরফি জাভেদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল