TRENDING:

Urfi Javed Viral Video: বস্তা কেটে পোশাক বানালেন উরফি জাভেদ! উঁকি দিচ্ছে স্তন! ভাইরাল টারজান-উরফি ভিডিও

Last Updated:

Urfi Javed Viral Video: সব সীমা ছাড়ালেন উরফি জাভেদ! তীব্র নিন্দা সোশ্যাল মাধ্যমে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ (Urfi Javed )। বলিউডের এই জনপ্রিয় মডেল-অভিনেত্রীকে এখন সকলেই চেনেন। ছোট পর্দা থেকে অভিনয়ের শুরু। তারপর বিগবসে এন্ট্রি। যদিও বিগবসে জেতা হয়নি উরফির। কিন্তু সেখান থেকে এসেই একেবারে নিজের ভোল বদলে নিয়েছেন নায়িকা। রোজ নতুন নতুন পোশাক পরে মুম্বইয়ের রাস্তায় ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে। শুধু ফটোশ্যুট নয়, কখনও কখনও আবার নাম মাত্র পোশাকে শরীর ঢেকে চলে যান শপিং মল থেকে শুরু করে বিমান বন্দর। এমনকি মুম্বইয়ের বস্তি এলাকাতেও চলে যান তিনি।
advertisement

সবটাই তিনি (Urfi Javed ) করেন পাবলিসিটির কথা মাথায় রেখে। কিন্তু এবার যা হল তা আপনি ভাবতেও পারবেন না। পোশাক কেটে পরা উরফির পুরোনো অভ্যেস। মাঝে মধ্যেই প্যান্ট কেটে শার্ট বানিয়ে পরে ফেলেন তিনি। কখনও কাঁচের পোশাক পরে ফেলছেন, আবার কখনও নিজের ছবি দিয়ে শরীর ঢেকে রাস্তায় বেরিয়ে পড়ছেন তিনি। তবে এবার সব কিছুকে ছাড়িয়ে গেলেন উরফি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উরফির পোশাক দেখে মাঝে মধ্যেই ভক্তরা বলেন, বস্তা কেটে পোশাক বানান এবার! ভক্তদের কথা রাখলেন তিনি। সত্যিই বস্তা কেটে পোশাক বানালেন উরফি। তাঁর গায়ে ছুড়ে দেওয়া হল বস্তা। সেই বস্তা কেটে ক্রপ টপ ও মিনি স্কার্ট বানালেন উরফি। সেই পোশাক পরে চলে এলেন রাস্তায়। উরফি ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে লিখলেন, বস্তা না পোশাক? দশ মিনিটে দেখুন কি বানিয়ে ফেললাম। কাঁচি দিয়ে কেটে ঝটপট বানিয়ে ফেললেন বস্তা পোশাক। তাই পরেই রাস্তায় ফটোশ্যুটে মাতলেন তিনি। যা দেখে ভক্তরা লিখলেন, "আপনি তাহলে এবার টারজান হয়ে গেলেন।" জঙ্গলের জঙ্গলি পোশাকই মনে হবে উরফিকে দেখলে। বস্তার ফাঁক থেকে উঁকি দিচ্ছে স্তন। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Viral Video: বস্তা কেটে পোশাক বানালেন উরফি জাভেদ! উঁকি দিচ্ছে স্তন! ভাইরাল টারজান-উরফি ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল