সবটাই তিনি (Urfi Javed ) করেন পাবলিসিটির কথা মাথায় রেখে। কিন্তু এবার যা হল তা আপনি ভাবতেও পারবেন না। পোশাক কেটে পরা উরফির পুরোনো অভ্যেস। মাঝে মধ্যেই প্যান্ট কেটে শার্ট বানিয়ে পরে ফেলেন তিনি। কখনও কাঁচের পোশাক পরে ফেলছেন, আবার কখনও নিজের ছবি দিয়ে শরীর ঢেকে রাস্তায় বেরিয়ে পড়ছেন তিনি। তবে এবার সব কিছুকে ছাড়িয়ে গেলেন উরফি।
advertisement
উরফির পোশাক দেখে মাঝে মধ্যেই ভক্তরা বলেন, বস্তা কেটে পোশাক বানান এবার! ভক্তদের কথা রাখলেন তিনি। সত্যিই বস্তা কেটে পোশাক বানালেন উরফি। তাঁর গায়ে ছুড়ে দেওয়া হল বস্তা। সেই বস্তা কেটে ক্রপ টপ ও মিনি স্কার্ট বানালেন উরফি। সেই পোশাক পরে চলে এলেন রাস্তায়। উরফি ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে লিখলেন, বস্তা না পোশাক? দশ মিনিটে দেখুন কি বানিয়ে ফেললাম। কাঁচি দিয়ে কেটে ঝটপট বানিয়ে ফেললেন বস্তা পোশাক। তাই পরেই রাস্তায় ফটোশ্যুটে মাতলেন তিনি। যা দেখে ভক্তরা লিখলেন, "আপনি তাহলে এবার টারজান হয়ে গেলেন।" জঙ্গলের জঙ্গলি পোশাকই মনে হবে উরফিকে দেখলে। বস্তার ফাঁক থেকে উঁকি দিচ্ছে স্তন। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।