উরফির শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের ফুল স্লিভ একটি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ফ্যাশনিস্তা৷ অনেকেই ভাবতে পারেন এ আবার এমন নতুন কি, হামেশাই এই ধরনের পোশাক পরে থাকেন তিনি৷ এখানেই রয়েছে আসল টুইস্ট৷ হাততালি মারলেই খুলে যাচ্ছে পোশাকের এক একটা অংশ, তারপরেই বেরিয়ে এল আসল পোশাক৷ কালো রঙের নেটের পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন উরফি৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন-ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন ‘শাহরুখ’? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো
আরও পড়ুন-গায়ে তোয়ালে জড়িয়ে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল
ফ্যাশনিস্তা উরফি জাভেদকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ উরফির সাহসী অবতার দেখার জন্য যেমন মুখিয়ে থাকেন ভক্তরা ৷ এবার পুরো অন্য অবতারে ভক্তদের চমকে দিলেন ফ্যাশন কুইন৷ উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে।