TRENDING:

Viral Video: হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...দেখলে ঘুম উড়ে যাবে আপনার

Last Updated:

Viral Video: হাততালি মারলেই খুলে যাচ্ছে পোশাকের এক একটা অংশ, তারপরেই বেরিয়ে এল আসল পোশাক৷ কালো রঙের নেটের পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন উরফি৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রতিদিনই নতুন নতুন পোশাকের আইডিয়া নিয়ে হাজির হন উরফি জাভেদ৷ তবে এমন অভিনব কায়দা এর আগে কখনও করেননি উরফি জাভেদ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন ফ্যাশনের রানি৷
হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...  দেখলে ঘুম উড়ে যাবে আপনার
হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল... দেখলে ঘুম উড়ে যাবে আপনার
advertisement

উরফির শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাদা রঙের ফুল স্লিভ একটি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ফ্যাশনিস্তা৷ অনেকেই ভাবতে পারেন এ আবার এমন নতুন কি, হামেশাই এই ধরনের পোশাক পরে থাকেন তিনি৷ এখানেই রয়েছে আসল টুইস্ট৷ হাততালি মারলেই খুলে যাচ্ছে পোশাকের এক একটা অংশ, তারপরেই বেরিয়ে এল আসল পোশাক৷ কালো রঙের নেটের পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন উরফি৷ যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

advertisement

আরও পড়ুন-ভরদুপুরে দিল্লির ছোট গলিতে কী করছেন ‘শাহরুখ’? ছবি দেখে আপনিও ভুল করলেন না তো

আরও পড়ুন-গায়ে তোয়ালে জড়িয়ে এ কী করছেন জাহ্নবী! দেখলে চমকে উঠবেন, মুহূর্তে ভাইরাল

ফ্যাশনিস্তা উরফি জাভেদকে নিয়ে চর্চা ক্রমশ বেড়েই চলেছে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা উরফি জাভেদ৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ উরফির সাহসী অবতার দেখার জন্য যেমন মুখিয়ে থাকেন ভক্তরা ৷ এবার পুরো অন্য অবতারে ভক্তদের চমকে দিলেন ফ্যাশন কুইন৷ উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ফ্যাশনিস্তা । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: হাততালি দিতেই খুলে গেল পোশাক, তারপর যা বেরিয়ে এল...দেখলে ঘুম উড়ে যাবে আপনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল