ফের নেটদুনিয়ার চর্চায় চলে এলেন উরফি জাভেদ। তাঁকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সম্প্রতি দিনকয়েক আগেই তিনি জানিয়েছিলেন এবার থেকে আর কোনও উদ্ভট পোশাকে ছবি দেবেন না। তবে সেই কথা রাখা তো দূর বরং আরও বেশি খুল্লামখুল্লা ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন উরফি জাভেদ। শরীরের উর্ধ্বাংশে পোশাকের লেশমাত্র নেই। বরং ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উরফি জাভেদ। প্রতিবারের মতো অভিনব স্টাইলে নিজেকে সাজিয়েছেন উরফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় আবারও নয়া ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। দেখে নিন ভিডিওটি,
advertisement
আরও পড়ুন-লাস্য়ময়ী অবতারে স্বরা, ফাহাদের সঙ্গে কেমন কাটল বিয়ের পর প্রথম জন্মদিন?
আরও পড়ুন-‘এক রাতের ফূর্তি স্বভাব ছিল, ঋষিকে হাতেনাতে ধরেছিলাম’, নীতুর বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল!
কোমরে জড়ানো রজনীগন্ধার মালা। খোঁপা এবং মাথার বিনুনিতেও রজনীগন্ধার ফুল জড়িয়েছেন উরফি। এবং রজনীগন্ধা ফুল দিয়েই নয়া স্টাইলে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ হাতে লাল আলতা পরে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন উরফি৷ যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। উরফির এই নয়া ভিডিও যেমন ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছে তেমনই অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ বিরক্ত হয়ে কমেন্ট করেছেন তো কেউ আবার নিন্দা করে বলেছেন- ক্যামেরার লোকের ভীষণই মজা। এই ধরনের কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে যে যাই বলুক তাতে মোটেই পাত্তা দেননি উরফি, তিনি ঠিক নিজের কাজটা করে চলেছেন৷ আপাতত উরফির এই ভিডিও নেটদুনিয়ার হটকেক৷