TRENDING:

Urfi Javed Viral Video: ফুলের মালা দিয়ে ঢাকা সারা শরীর, নয়া ভিডিও পোস্ট করে চরম ট্রোলড উরফি

Last Updated:

Urfi Javed Viral Video: শরীরের উর্ধ্বাংশে পোশাকের লেশমাত্র নেই। বরং ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উরফি জাভেদ। প্রতিবারের মতো অভিনব স্টাইলে নিজেকে সাজিয়েছেন উরফি জাভেদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  উরফি জাভেদ এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতে খোলামেলা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। বারেবারে খুল্লামখুল্লা শরীর দেখিয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি তিনিই।
গ্রেফতার হলেন উরফি জাভেদ!
গ্রেফতার হলেন উরফি জাভেদ!
advertisement

ফের নেটদুনিয়ার চর্চায় চলে এলেন উরফি জাভেদ। তাঁকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সম্প্রতি দিনকয়েক আগেই তিনি জানিয়েছিলেন এবার থেকে আর কোনও উদ্ভট পোশাকে ছবি দেবেন না। তবে সেই কথা রাখা তো দূর বরং আরও বেশি খুল্লামখুল্লা ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন উরফি জাভেদ। শরীরের উর্ধ্বাংশে পোশাকের লেশমাত্র নেই। বরং ফুল দিয়ে লজ্জা নিবারণ করেছেন উরফি জাভেদ। প্রতিবারের মতো অভিনব স্টাইলে নিজেকে সাজিয়েছেন উরফি জাভেদ। নিজের সোশ্যাল মিডিয়ায় আবারও নয়া ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। দেখে নিন ভিডিওটি,

advertisement

আরও পড়ুন-লাস্য়ময়ী অবতারে স্বরা, ফাহাদের সঙ্গে কেমন কাটল বিয়ের পর প্রথম জন্মদিন?

আরও পড়ুন-‘এক রাতের ফূর্তি স্বভাব ছিল, ঋষিকে হাতেনাতে ধরেছিলাম’, নীতুর বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোমরে জড়ানো রজনীগন্ধার মালা। খোঁপা এবং মাথার বিনুনিতেও রজনীগন্ধার ফুল জড়িয়েছেন উরফি। এবং রজনীগন্ধা ফুল দিয়েই নয়া স্টাইলে শরীর ঢেকেছেন ফ্যাশনিস্তা৷ হাতে লাল আলতা পরে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন উরফি৷ যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। উরফির এই নয়া ভিডিও যেমন ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছে তেমনই অশ্লীল কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ বিরক্ত হয়ে কমেন্ট করেছেন তো কেউ আবার নিন্দা করে বলেছেন- ক্যামেরার লোকের ভীষণই মজা। এই ধরনের কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ তবে যে যাই বলুক তাতে মোটেই পাত্তা দেননি উরফি, তিনি ঠিক নিজের কাজটা করে চলেছেন৷ আপাতত উরফির এই ভিডিও নেটদুনিয়ার হটকেক৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Viral Video: ফুলের মালা দিয়ে ঢাকা সারা শরীর, নয়া ভিডিও পোস্ট করে চরম ট্রোলড উরফি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল