TRENDING:

Urfi Javed's Viral Video|| শুধুই ফুলে ঢাকা স্তন-গোপনাঙ্গ! উরফি জাভেদের নয়া ভিডিওয় তোলপাড় নেটদুনিয়া...

Last Updated:

Urfi Javed covers body with just flowers, Viral Video: উরফি জাভেদ বর্তমানে বিতর্কের আরেক নাম।বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুধুই ফুলে ঢাকা সারা শরীর! লজ্জা ঢাকতে পোশাকের লেশ মাত্র নেই! এমনই নয়া অবতারে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী উরফি জাভেদ।
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
advertisement

উরফি জাভেদ বর্তমানে বিতর্কের আরেক নাম। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করার পাশাপাশি বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন উরফি জাভেদ। তবে এই সব কিছুর থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে উরফি জাভেদের পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। আর সেই পোশাক নিয়ে শুরু হয়ে যায় তুমুল চর্চা। কখনও তাঁকে দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, কখনও খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন আবার কখনও শুধুই গলায় চেনের মালা পরে বেরিয়ে পড়েন নায়িকা। আর তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন।

advertisement

এ দিন উরফি শরীর ঢেকেছিলেন শুধুই ফুলে। তাতে তাঁর প্রায় গোটা শরীর স্পষ্ট। এ ভাবেই তাঁকে দেখতে পেয়ে ছুটে আসেন পাপারাৎজিরা। উরফি কিছু নিয়েই বিচলিত নন, তাই তাঁকে দেখা যায় পথচারী এবং ছবি শিকারীদের সামনে পোজ দিতে। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। তবে শুধু পাপারাৎজিরা নন। তাঁকে দেখে সাধারণ মানুষও ভিড় জমান। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উরফি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিও দেখা মাত্রই তুমুল সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। শেষে কিনা শুধু ফুলে শরীর ঢেকে ক্যামেরার সামনে পোজ দিলেন উরফি?

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed's Viral Video|| শুধুই ফুলে ঢাকা স্তন-গোপনাঙ্গ! উরফি জাভেদের নয়া ভিডিওয় তোলপাড় নেটদুনিয়া...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল