TRENDING:

Urfi Javed: ‘আপনার কাছে আরও ছোট জামা নেই...?’ সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলড এই অভিনেত্রী

Last Updated:

Urfi Javed gets trolled for outfit: অভিনেত্রী নিজেকে অবশ্য ‘রেবেল’ হিসেবেই মনে করেন ৷ কারণ কোনও কিছুরই পরোয়া করেন না তিনি ৷ পোশাকের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেও চর্চায় থেকেছেন উরফি জাভেদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিগবস ওটিটি (Bigg Boss OTT) শেষ হওয়ার পরেই চর্চায় আসেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed) ৷ তবে শো শেষ হয়ে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় তিনি ভালোমতোই চর্চায় রয়েছেন ৷ কারণ অবশ্যই তাঁর পোশাক ৷ কারোর পোশাক নিয়ে মন্তব্য করা উচিৎ নয়, সেটা অবশ্যই ঠিক কথা ৷ কিন্তু তিনি যে ধরনের পোশাক পরে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন, তার জন্য উরফিকে নিয়ে চর্চা না করেও থাকতে পারছেন না নেটিজেনরা ৷ এবার একজন তো বলেই ফেললেন, ‘‘ ম্যাডাম আপনার কাছে এর চেয়ে ছোট কাপড় নেই পরার জন্য...!’’ (Urfi Javed gets trolled for her outfit)
Photo Courtesy: Urfi Javed/Instagram
Photo Courtesy: Urfi Javed/Instagram
advertisement

আরও পড়ুন- ফেরিওয়ালা থেকে কোটিপতি ! মাত্র ৩০ টাকার টিকিটেই ভাগ্যের চাকা ঘুরল শেখ এহসানের

অভিনেত্রী নিজেকে অবশ্য ‘রেবেল’ হিসেবেই মনে করেন ৷ কারণ কোনও কিছুরই পরোয়া করেন না তিনি ৷ পোশাকের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেও চর্চায় থেকেছেন উরফি জাভেদ ৷ অভিনেত্রী যেন বুঝিয়ে দিতে চেয়েছেন, তাঁর নিজস্ব একটা ধরন রয়েছে ৷ আর তার থেকে বেরোতে পারবেন না তিনি ৷ উরফি অবশ্য কয়েক বছর আগে আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন ৷ কারণ একটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক তাঁকে এমন কিছু আপত্তিকর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলেন, যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। এর জন্য নানাভাবে হেনস্থার শিকার হন উরফি ৷

advertisement

উরফি রাস্তা-ঘাটেই এমন পোশাক পরে বেরোন, যা দেখে অনেকেরই মনে হতে পারে তিনি সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন ৷ ইনস্টাগ্রামে এক ইউজার ছবির তলায় কমেন্টে লেখেন, ‘‘ কী গো, লজ্জা বলে কি কিছু আছে তোমার !’’ আরেকজন লেখেন, ‘‘পরিবারের কেউ যদি তোমায় পর্ন স্টার বলে থাকেন, তাহলে একদম ঠিক বলেছেন ৷ নিজেই দেখো তোমার অবস্থা ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিগবস ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প কয়েকদিনের, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই সকলের নজর কাড়তে সফল উরফি জাভেদ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: ‘আপনার কাছে আরও ছোট জামা নেই...?’ সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলড এই অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল