আরও পড়ুন- ফেরিওয়ালা থেকে কোটিপতি ! মাত্র ৩০ টাকার টিকিটেই ভাগ্যের চাকা ঘুরল শেখ এহসানের
অভিনেত্রী নিজেকে অবশ্য ‘রেবেল’ হিসেবেই মনে করেন ৷ কারণ কোনও কিছুরই পরোয়া করেন না তিনি ৷ পোশাকের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেও চর্চায় থেকেছেন উরফি জাভেদ ৷ অভিনেত্রী যেন বুঝিয়ে দিতে চেয়েছেন, তাঁর নিজস্ব একটা ধরন রয়েছে ৷ আর তার থেকে বেরোতে পারবেন না তিনি ৷ উরফি অবশ্য কয়েক বছর আগে আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন ৷ কারণ একটি ওয়েব সিরিজের জন্য প্রযোজক তাঁকে এমন কিছু আপত্তিকর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বলেন, যার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। এর জন্য নানাভাবে হেনস্থার শিকার হন উরফি ৷
advertisement
উরফি রাস্তা-ঘাটেই এমন পোশাক পরে বেরোন, যা দেখে অনেকেরই মনে হতে পারে তিনি সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন ৷ ইনস্টাগ্রামে এক ইউজার ছবির তলায় কমেন্টে লেখেন, ‘‘ কী গো, লজ্জা বলে কি কিছু আছে তোমার !’’ আরেকজন লেখেন, ‘‘পরিবারের কেউ যদি তোমায় পর্ন স্টার বলে থাকেন, তাহলে একদম ঠিক বলেছেন ৷ নিজেই দেখো তোমার অবস্থা ৷’’
বিগবস ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প কয়েকদিনের, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই সকলের নজর কাড়তে সফল উরফি জাভেদ।