TRENDING:

দুর্গাপুজোয় বাংলাদেশের প্রেক্ষাগৃহ মাতাবে দু'টি ছবি, নুসরত না জয়া, কে জিতবেন

Last Updated:

'অপারেশন সুন্দরবন'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ফারিয়া এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। নায়কের ভূমিকায় নতুন সুপারস্টার সিয়ান আহমদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: এ পার বাংলা হোক বা ও পার বাংলা। পুজোর সময় পেটপুজো, নতুন জামা পরার পাশাপাশি নতুন ছবি দেখার হিড়িক লেগেই থাকে। টলিউডেও যেমন সারি বেঁধে মুক্তি পায় একের পর এক বাংলা ছবি, তেমনই ঢালিউড অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র জগতে পুজো রিলিজ নিয়ে মাতামাতি থাকে। উৎসবের চারটি দিন বন্ধুবান্ধবের সঙ্গে প্রেক্ষাগৃহে ভিড় করার প্রচলন ও পার বাংলাতেও নতুন নয়।
advertisement

এ বার পুজোয় কোন কোন বাংলা ছবি মুক্তি পাচ্ছে বাংলাদেশে?

বড় বাজেটের ছবি 'বিউটি সার্কাস' এবং 'অপারেশন সুন্দরবন' একই দিনে মুক্তি পাচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়াও বিদেশের প্রেক্ষাগৃহেও এই ছবি দেখা যাবে।

মাহমুদ দিদারের গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনায় সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় আসছেন জয়া আহসান। দুই বাংলার তারকা এ বার সার্কাস দেখাবেন ওই বাংলায়। 'বিউটি সার্কাস'-এর ট্রেলার মুক্তির পর থেকেই উন্মাদনা ছড়িয়েছে এই ছবিটি নিয়ে। মানুষ দিন গুনতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় সিনেপ্রেমীরা লিখছেন, এই ছবির জন্য তাঁরা মুখিয়ে।

advertisement

ছবিতে জয়া ছাড়াও আছেন ফিরদৌস আহমদ, এবিএম সুমন, তৌকির আহমদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

আবহমান বাংলার সার্কাস শিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্পই ‘বিউটি সার্কাস’। সার্কাসকন্যা বিউটির রহস্য রোমাঞ্চকর এক লড়াই ও টিকে থাকার গল্প। আজ, ১৫ সেপ্টেম্বরই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান, 'বয়ে যাও নক্ষত্র'। গেয়েছেন শারমিন সুলতানা সুমি। বাংলাদেশ জুড়ে এই ছবির প্রচার চলছে জোর কদমে।

advertisement

আরও পড়ুন: ফের মাতবে বিশ্ব! এ বারে বলিউডে পা! কী গানে পাগল করবেন ইয়োহানি

দ্বিতীয় ছবির পরিচালনায় রয়েছেন দীপঙ্কর দীপন। 'অপারেশন সুন্দরবন'-এ নায়িকার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ফারিয়া এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। নায়কের ভূমিকায় নতুন সুপারস্টার সিয়ান আহমদ। রয়েছেন রোশানও।

সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশের প্রথম ওয়াইল্ডলাইফ অ্যাকশন থ্রিলা। পরিচালকের আগের ছবি 'ঢাকা অ্যাটাক'ও উচ্চপ্রশংসিত হয়েছিল।

advertisement

আরও পড়ুন: মহিষাসুরমর্দিনী শুভশ্রী! মহালয়ার ভোরে 'মিঠাই', 'তুবড়ি', 'রঞ্জা'রা কে কোন রূপে আসছেন? দেখে নিন এক ঝলকে

এই ছবিটি তৈরি হয়েছে র‍্যাবের ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্ট এবং থ্রি হুইলারের প্রযোজনায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেটিজেনদের মতে, এই দু'টি ছবিই ঢালিউডে রেকর্ড ব্যবসা করবে। বিগ বাজেটের দুই ছবি নিয়ে উত্তেজনা রয়েছে দর্শকের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্গাপুজোয় বাংলাদেশের প্রেক্ষাগৃহ মাতাবে দু'টি ছবি, নুসরত না জয়া, কে জিতবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল