তাঁর সারা গায়ে কোনও পোশাক নেই। এক হাত দিয়ে ঢাকা বুক। আরেক হাতে টমেটো খাচ্ছেন। কানেও ঝুলছেন টমেটো। এটি কিন্তু তাঁর প্রতিবাদ। যেহারে টমেটোর দাম বেড়েছে তা অলঙ্কারের থেকে কম নয়।
তাদের মধ্যে একটি উল্লেখ করেছেন যে কীভাবে সুনীল শেট্টি দাম বাড়ার কারণে কম টমেটো খাচ্ছেন, অন্য একজন দাবি করেছেন যে মহারাষ্ট্রের একজন কৃষক টমেটো বিক্রি করে কোটিপতি হয়েছেন। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টটি শেয়ার করে, উরফি লিখেছেন, “টমেটো হল নতুন সোনা।”
উরফি জাভেদ! বলিউডের এই কন্যেকে চেনেন না এমন মানুষ মেলা ভার। না অভিনয়ের জন্য তাঁকে কেউ চেনেন না। লোকে তাঁকে চেনে পোশাক বিভ্রাটের জন্য। উরফি সিনেমা করেননি। হিন্দি ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে বহু আগে। হঠাৎ করেই অভিনয়ের দিকে আর না এগিয়ে উরফি মডেলিংয়ে মন দেন। আর তাতেই সোনায় সোহাগা হয় বিষয়টা। সূত্রের খবর মডেলিং করেই উরফির মাসিক আয় কয়েক কোটি টাকা। উরফি মানেই ভাইরাল।
কখনও বুকে একটা ফুল লাগিয়ে অনাবৃত স্তন নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। আবার কখনও গোটা শরীরে তার জড়িয়ে শপিংমলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলেন। আবার কখনও প্রায় নগ্ন হয়েই চলে যান বিমানবন্দরে। না কোথাও যাওয়ার জন্য নয়। ছবি তুলতেই যান তিনি। মজার কথা হল এই সব পোশাকের আইডিয়া উরফির নিজের। কখনও শরীরে চিপসের প্যাকেট আটকে নিচ্ছেন। তো কখনও একের পর এক সেফটিপিন জুড়ে পোশাক বানাচ্ছেন। উরফির প্রায় গোটা শরীর নগ্ন থাকে। তাতে অবশ্য় উরফির কিছু যায় আসে না।