সত্যজিৎ রায়ের প্রতি গভীর অনুরাগ থেকে শুরু করে শিল্প, সাহিত্য আর ইতিহাসের প্রতি অগাধ ভালবাসায় তিনি সাজিয়ে তুলেছেন নিজের বাড়ির এক বিশেষ অংশ। তাঁর এই সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তারই হাতে তৈরি এক ব্যতিক্রমী সংগ্রহশালা। যেখানে রয়েছে একাধিক সামগ্রী বই, পোস্টার, মডেল, সিনেমার বিশেষ দৃশ্যাবলী, এমনকি ফেলুদা, গুপি-বাঘা চরিত্রদের নানা চিত্রকর্মও স্থান পেয়েছে সেখানে। তবে এই সংগ্রহশালার বিশেষত্ব হল, এটি একেবারেই বিনামূল্যে খোলা। যে কেউ এলেই দেখে যেতে পারেন সত্যজিৎ রায় বিষয়ক বই, পোস্টার, সিনেমার স্মারক, এমনকি অভিকের নিজ হাতে আঁকা বিভিন্ন শিল্পকর্ম। তাঁর হাতে গড়া শিল্পকর্মগুলিও নজর কাড়ে দর্শনার্থীদের।
advertisement
আরও পড়ুনTallest Tower in Howrah: দিল্লি-মুম্বই নয়, দেশের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার হাওড়ায়!
অভিকের সংগ্রহশালার আরেকটি অংশ জুড়ে রয়েছে তার নিজস্ব লাইব্রেরি, যেখানে সত্যজিৎ রায়ের বই ছাড়াও অন্যান্য সাহিত্য, প্রবন্ধ ও গল্পের বই সংরক্ষিত রয়েছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে দারুণ জনপ্রিয় অভিক। অবসর সময় কাটে রবীন্দ্রসংগীত শুনে। রবি ঠাকুরের গানের প্রতি তাঁর আলাদা ভালবাসা রয়েছে। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণা হতে পারে তরুণ প্রজন্মের কাছে। শুধুমাত্র ভালবাসা আর নিষ্ঠা থাকলেই যে নিজের স্বপ্নের জগৎ তৈরি করা সম্ভব, গৃহ শিক্ষক অভিক জ্যোতি বিশ্বাস প্রমাণ করেছেন।
সুস্মিতা গোস্বামী