TRENDING:

সলমনকে নিয়ে ঝগড়ায় ডেইজি-লুলিয়া !

Last Updated:

বয়স পঞ্চাশ ৷ তাতে কি ? একদিকে বেড়েই চলছে তাঁর ফ্যান ফলোয়িং ৷ বক্স অফিসে আসলেই তুফান ঝড়৷ কখনও দাবাং খান, তো কখনও ভাইজান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বয়স পঞ্চাশ ৷ তাতে কি ? একদিকে বেড়েই চলছে তাঁর ফ্যান ফলোয়িং ৷ বক্স অফিসে আসলেই তুফান ঝড়৷ কখনও দাবাং খান, তো কখনও ভাইজান ৷ আর এবার তো সুলতান হয়ে একেবারে তৈরি সলমন খান ৷ তবে তিনি যাই করুন না কেন ? বলিউডের অভিনেত্রীরা কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না সলমনের ৷ শুধু বলিউড কেন ? বিদেশি কন্যার হাতেও আটকা পড়েছেন সল্লু মিয়াঁ ৷
advertisement

শুধু আটকা নয়, পুরোটাই সলমনের প্রতি কার ভালোবাসা কত জোড়ালো, কার অধিকার বেশি, তা নিয়েই শুরু হল নতুন বচসা ৷ অবশ্য বচসা বলা ভুল রীতিমতো ঝগড়ায় মাতলেন দুই সুন্দরী !

সলমনকে জড়িয়ে সুন্দরীদের ঝামেলা, তা নতুন নয় ৷ এর আগে এই লড়াইয়ে মেতেছেন বহু সুন্দরীরাই ৷ আর এবার সেই তালিকায় নাম লেখালেন ডেইজি শাহ ও লুলিয়া ভান্তুর !

advertisement

সলমনের জন্যই বলিউডে পা রাখতে পেরেছেন ডেইজি শাহ ! তাই সলমনকে নিজের গুরু মানেন ডেইজি ৷ অন্যদিকে লুলিয়া ভান্তুর আর সলমনকে নিয়ে নানা রটনা চারিদিকে ৷ এমনকী, রটেছে এই বছরই নাকি লুলিয়ার সঙ্গে বিয়ের সম্পর্কে বাঁধতে চলেছেন লুলিয়া-সলমন ! তাই ঝগড়াটা এবার একেবারে অন্যরকম !

গুঞ্জনে রয়েছে, ডেইজির সঙ্গে সলমনের বন্ধুত্বকে সঠিক চোখে দেখেন না লুলিয়া ভান্তুর ৷ আর বচসার শুরু এখান থেকেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লুলিয়া-ডেইজির ঝগড়াটা শুরু হয় ইনস্টাগ্রামেই ৷ ডেইজির একটা ছবিতে কমেন্ট করেন লুলিয়া ৷ আর সেই কমেন্ট দেখেই খেপে যান ডেইজি ৷ ব্যস, ইনস্টাগ্রাম প্রোফাইলেই লুলিয়াকে ঝেড়ে কাপড় পড়িয়ে দেন ডেইজি শাহ ! সোজাসুজি ডেইজিকে জানান, ‘আয়নার নিজের মুখটা দেখও ! তারপর কথা বলতে এসো !’ অন্যদিকে ডেইজিকে উত্তরে বলেন, ‘তুমি নিজেকে কি মনে কর ? তুমি ঠিক করে দেবে কে কী করবে !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে নিয়ে ঝগড়ায় ডেইজি-লুলিয়া !