মুনধাওয়া পুলিশের সূত্রে জানা যায়, গত ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি রেস্তরাঁ কাম বারে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানেই ব্যান্ডের পারফরম্যান্স হয়। গায়িকা, ঊমা শান্তির হাতে ছিল জাতীয় পতাকা। গানের সময়ে আচমকাই দর্শকদের দিকে জাতীয় পতাকা ছুড়ে দেন।
মুনধাওয়া থানার এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘ঊমা শান্তি এবং অনুষ্ঠানের আয়োজক কার্তিক মোরের বিরুদ্ধে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন এবং মহারাষ্ট্র পুলিশ আইনের (প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনর অ্যাক্ট অ্যান্ড দ্য মহারাষ্ট্র পুলিশ অ্যাক্ট) অধীনে মামলা করা হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: গোপন মেসেজ এবার চোখের আড়ালে! WhatsApp-এ পড়বে তালা, নতুন ফিচারে দারুণ উপকার! জানুন কীভাবে
আর এক আধিকারিক জানালেন, ইতিমধ্যেই ঊমা শান্তি এবং কার্তিক মোরের নামে নোটিস জারি করা হয়েছে, যেখানে তাঁদের দু’জনকেই ঘটনার তদন্তে যোগ দিতে বলা হয়েছে।