তবে যেভাবে এই ঘটনাকে প্রচার করা হচ্ছে তা ঠিক নয় বলেই দাবি গায়কের। আরও একবার চুম্বন বিতর্কে মুখ খুলেছেন তিনি। সংবাদমাধ্যমকে উদিত নারায়ণ জানিয়েছেন, “আমি কি দেশ কিংবা পরিবারের জন্য লজ্জাজনক কোনও কাজ করেছি? তাহলে কেন আমি জীবনের এই পর্যায়ে এসে এমন কাজ করব? একজন শিল্পী ও অনুরাগীর মধ্যে পবিত্র চুম্বন। কেন আপনারা এই ভিডিওটিকে এমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীকে আমাকে ভালবাসেন। আমি তাঁদের ভালবাসি।”
advertisement
তিনি আরও বলেন, “যাঁরা আমার মহিলা অনুরাগীকে চুম্বনের সমালোচনা করছেন তাঁদের ধন্যবাদ জানাই। কারণ, তাঁরা আমাকে এই দুদিনে অনেক বেশি বিখ্যাত করে দিয়েছেন। দেবী সরস্বতীর আশীর্বাদ যখন সঙ্গে রয়েছে তখন আমি কারও পরোয়া করি না।”
এ বার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে চলেছে উদিতের একের পর এক ভিডিও, যেখানে তাঁকে অবিরাম চুম্বন করতে দেখা গিয়েছে। কখনও শ্রেয়া ঘোষাল, তো কোথাও অলকা ইয়াগনিক— গায়িকাদের গালেও তিনি একের পর এক চুম্বন এঁকে দিয়েছেন। প্রায় কোনও বারই সম্মতি নেননি পাশের মানুষটির।