ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে ছবি লিখেছেন, 'এটা খুব অদ্ভূত যে আমরা যন্ত্রণাগুলো কত তাড়াতাড়ি ভুলে যাই। সি-সেকশনের পর আমি যে যন্ত্রণা অনুভব করেছি, অথবা একটা ওভারিয়ান সার্জারির পর বছর কয়েক আগে যে যন্ত্রণা আমি পেয়েছি অথবা পিঠের যন্ত্রণা, সেটা এখন কমে গেছে।আমি যন্ত্রণা ভোলবার সেই অনুভূতিটা মনে করছি, কারণ সেই দিনটা খুব শীঘ্রই আসবে। কারণ এখন প্রচণ্ড যন্ত্রণা। এতটাই বেশি সেই যন্ত্রণার রেশ যে পেইনকিলার কাজে আসছে না।'
advertisement
আরও পড়ুন: টাইগার শ্রফকে দেখে জ্ঞানই হারালেন মহিলা ভক্ত, তারপর কী করলেন নায়ক? দেখুন
আরও পড়ুন: হাসপাতালে কেমো চলাকালীনই চাকরির ইন্টারভিউ দিলেন যুবক, কেন জানেন?
তিনি আরও জানিয়েছেন, 'অ্যানেস্থেসিওলজিস্ট আমায় চোখ বন্ধ করে সুন্দর কিছু ভাবতে বলেছিলেন। তখন আমি আমার সুন্দর স্তনগুলোর কথা ভাবি, আর তার পরেই আমি ঘুমের দেশে। জ্ঞান ফেরার পরে দেখি, আমি ক্যান্সারমুক্ত।' তাঁর সার্জারি যে সফল হয়েছে সে কথা তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে, কিছুতেই হার মানবেন না তিনি। বহু মেগা সিরিয়ালে নজর কেড়েছেন ছবি। '৩ বহুরানিয়া', 'ঘর কি লক্ষ্মী বেটিয়া', 'বন্দিনী', 'নাগিন', 'বিরাসত' সহ বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হয়ে উঠেছে তাঁর অভিনয় দক্ষতায়।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ছবি লিখেছিলেন, 'নারীদেহে স্তন যেন তার বিশ্বস্ত সঙ্গিনী। কোনও বিশেষ কারণে অঙ্গহানি হলে তাই বন্ধু বিচ্ছেদের মতোই অনুভূতি হয়।' অবশেষে সেই বন্ধু বিচ্ছেদ ঘটল তাঁর জীবনে। স্তন বাদ দিয়ে এখন তিনি পুরোপুরি ক্যানসার মুক্ত। তবে শরীরে অসহ্য যন্ত্রণা, ধকল ও ক্লান্তি রয়েছে তাঁর। অস্ত্রোপচারের যন্ত্রণা তাঁকে কাবু করে ফেললেও এই লড়াই হাসিমুখে জিততে চান তিনি। তাই সবার কাছে আন্তরিক অনুরোধ, তাঁর অনুরাগীরা যেন তাঁর পাশে থাকেন। তাঁর জন্য প্রার্থনা করেন।