মাত্র ২০-তেই প্রয়াত মেয়ে। ধাক্কা সামলে উঠতে পারেননি তুনিশার মা বনিতা শর্মা। শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য চলাকালীনই জ্ঞান হারান তিনি। শেষমেশ একটি চেয়ারে বসিয়ে তাঁকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : টাইগারের জন্মদিন! ভাইজানের জন্মদিনে খুশিতে ভরিয়ে স্পেশাল গিফট দিলেন ক্যাটরিনা
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
তুনিশার মৃত্যুর জন্য তাঁর প্রেমিক সিজানকে কাঠগড়ায় তুলেছেন বনিতা। অভিনেত্রীর মায়ের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর মেয়েকে ব্যবহার করেন সিজান। তিনি বলেন, "একটা সম্পর্কে থাকা সত্ত্বেও ও (সিজান) তুনিশাকে সঙ্গে রেখেছিল। তিন-চার মাস পর্যন্ত ওকে ব্যবহার করেছিল।"
রবিবার গ্রেফতার হয়েছেন সিজান। আপাতত তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বারবার বয়ান বদলাচ্ছেন অভিনেত্রীর প্রেমিক। অন্য দিকে, তুনিশার এক সহকর্মীও সিজানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকার অভিযোগ এনেছেন।