সম্প্রতি তুনিশার বান্ধবী সনিয়া সিং প্রয়াত নায়িকার কিছু অজানা তথ্য প্রকাশ করেন সংবাদমাধ্যমে। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর সনিয়ার সঙ্গে দেখা করেছিলেন তুনিশা। তখনই তিনি জানান, সিজান নাকি তাঁর কাছ থেকে কয়েক দিনের জন্য দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। প্রেম নিয়ে এই মুহূর্তে বেশি কথা বলতে রাজি নন তিনি। সনিয়া নাকি তুনিশাকে বোঝান, সম্পর্কে এরকম ঘটনা ঘটেই থাকে। আর সেদিনই তিনি সনিয়ার কাছে তিন হাজার টাকা ধার চান। সনিয়া নাকি তুনিশাকে প্রশ্ন করেন, এই টাকাটাও তাঁর কাছে নেই কেন? তুনিশা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে দাবি সনিয়ার। এমন নাকি বহুদিনই তাঁর কাছে টাকা থাকত না।
advertisement
আরও পড়ুন: মেয়ের ফোন ভেঙে শ্বাসরোধের চেষ্টা করেছিলেন! তুনিশার মাকে নিয়ে বিস্ফোরক সিজানের আইনজীবী
তা ছাড়া মৃত্যুর আগের দিন সনিয়াকে ফোন করে নাকি তুনিশা বলেন, তাঁর মা যদি সনিয়াকে ফোন করেন, তাহলে যেন তিনি মিথ্যে বলেন। সনিয়া যেন তাঁর মাকে বলেন, তুনিশা তাঁরই সঙ্গে রয়েছেন। বেশ কয়েক দিন ধরে তাঁদের ভাল করে কথা হচ্ছিল না বলেও জানান সনিয়া।
তুনিশার বান্ধবীর দাবি, সিজানের পরিবারের সঙ্গে তুনিশার খুবই সুসম্পর্ক ছিল। নিজের পরিবারের মতো ভালবাসতেন তুনিশা।
আরও পড়ুন: আম্মা, আমার যে কী হচ্ছে জানি না! সিজানের মায়ের সঙ্গে তুনিশার কথোপকথন ফাঁস? ঘনাচ্ছে রহস্য
প্রসঙ্গত গত সোমবার একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন সিজানের পরিবার। সেখানে তুনিশার মাকে কাঠগড়ায় তোলেন অভিনেতার মা এবং দিদিরা। তাঁদের দাবি, মেয়ের সমস্ত রোজগার নিজের কব্জায় করে নিয়েছিলেন মা বনিতা শর্মা, মেয়েকে খাবার কেনার টাকাও নাকি দিতেন না তিনি, এমনই অভিযোগ সিজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের।