সারা বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১২২ কোটির ব্যবসা করেছে ছবিটি। রণবীর এবং শ্রদ্ধা, দু'জনেরই এটি ছ'নম্বর ছবি যা ১০০ কোটির ক্লাবের সদস্য হল। এই ছবিতে তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর এবং কমেডিয়ান অনুভব সিং বাস্সি। টি সিরিজের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন লাভ এবং অংশুল গর্গ।
আরও পড়ুন: দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া! ২য় দিনে রণবীর-শ্রদ্ধার 'তু ঝুটি...'-র ভাঁড়ারে কত?
আরও পড়ুন: জীবনে একাধিক প্রেম! ‘পেয়ার হোতা কয়িবার’ গান কি রণবীরের জন্যই লেখা? খোলসা নায়কের!
এই ছবিতে প্রথম জুটি হিসেবে দেখা যায় রণবীর-শ্রদ্ধাকে। তাঁদের রসায়ন দর্শকদের মনে ধরেছে। মুক্তির আগে 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর চুটিয়ে প্রচার করেন দুই তারকা। কলকাতায়ও এসেছিলেন রণবীর।
শহরে এসে বলেছিলেন, ‘‘এই শহরের মানুষ বড়ই ভাল। এবং শিল্প-সংস্কৃতিতে পরিপূর্ণ। কলকাতার খাবারও আমার খুব ভাল লাগে। আর তাই এখানে এসে প্রচুর খেয়ে নিয়েছি। আলু পোস্ত, সর্ষে মাছ। তা ছাড়া মিষ্টি দই আমার খুব প্রিয়। প্রায় ৪ বালতি দই খেলাম আমি!"