কিন্তু আগের সপ্তাহে টিআরপি টপারের খেতাব হারালেও এই সপ্তাহে সেরার সেরা ‘জগদ্ধাত্রী’। তবে ‘ফুলকি’ নিজের জায়গা ধরে তো রাখতে পারলই না এমনকী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারল না ‘ফুলকি’। এবার মেগা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: জগদ্ধাত্রী হারাল সেরার খেতাব! সূর্য-দীপার মুখে ফুটল হাসি, সেরার সেরা কোন মেগা
advertisement
তবে দ্বিতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ নিজের জায়গা ধরে রাখল। অন্যদিকে, তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এল ‘গীতা LLB’। নতুন মেগা কথা শুরু হয়েছে মাত্র কিছু দিন হল। তবে তাতেই সকলের মনজয় করে পঞ্চম স্থানে জায়গা করে নিল ‘কথা’। তবে তার সঙ্গে পাশাপাশি পঞ্চমে জায়গা করে নিয়েছে ‘তুঁতে’ও। তবে পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে এল ‘তোমাদের রাণী’।
আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া কি জায়গা পেল সেরা পাঁচে? শেষ হাসি হাসল কে? টিআরপিতে বিরাট রদবদল
অন্যদিকে, ‘অনুরাগের ছোঁয়া’র পাশাপাশি সপ্তমে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘সন্ধ্যাতারা’। তবে শেষ সপ্তাহেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখল ‘রাঙা বউ’। এই মেগা জায়গা করে নিয়েছে নবম স্থানে। এই মেগার সঙ্গেই একই স্থানে জায়গা করে নিয়েছে ‘জল থই থই ভালোবাসা’। অন্যদিকে, ‘Love বিয়ে আজকাল’ মেগায় নায়িকার মুখ বদল নিয়ে নানা বিতর্কের পরও সেরা দশে রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘তুমি আশেপাশে থাকলে’ জায়গা করে নিয়েছে দশম স্থানে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | গীতা LLB |
পঞ্চম | কথা, তুঁতে |
ষষ্ঠ | তোমাদের রাণী |
সপ্তম | কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, অনুরাগের ছোঁয়া |
অষ্টম | Love বিয়ে আজকাল |
নবম | রাঙা বউ, জল থই থই ভালোবাসা |
দশম | তুমি আশেপাশে থাকলে |