ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের সেটে ধুন্ধুমার লড়াই হয় তৃণা ও সোহিনীর। তার পরেই সেই সিরিজ থেকে বাদ পড়েন তৃণা। এবার হইচই-এর এই সিরিজ থেকে সরে দাঁড়ানো নিয়ে এক সংবাদমাধ্যমকে তৃণা জানিয়েছেন, অন্যান্য কাজের জন্য সময় বার করতে পারেননি, তাই এই সিরিজের দ্বিতীয় সিজনে কাজ করতে পারবেন না। তাঁর কথায় জানা যায়, সিরিজের নির্মাতারা তাঁর ডেটের সঙ্গে নিজেদের ডেট মেলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। এই সিরিজ ছাড়া নিয়ে আফশোস রয়েছে তৃণার।
advertisement
আরও পড়ুন: মেকআপ আর্টিস্ট-ভ্যান নিয়ে দুই নায়িকার জোর লড়াই! সোহিনীর উপর রেগে সেট ছাড়লেন তৃণা
‘গভীর জলের মাছ’-এর প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। তৃণা ছাড়াও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, ঊষশী রায়, অনন্যা সেন, রাজদীপ গুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার এবং অর্পণ ঘোষাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।
‘মাতঙ্গী’র সেটে কী ঘটেছিল?
শোনা গিয়েছে, সোহিনীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টের দল রয়েছে। হঠাৎ তৃণা নাকি দাবি করেন, তাঁরও সোহিনীর মতো ব্যবস্থা চাই। সেখানেই বিরোধ শুরু হয়। চিৎকার করা হয় বলেও দাবি। তৃণার আচরণ নিয়ে কানাঘুষো কথা ছড়ায়। তবে এখানেই শেষ নয়। বিরোধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় যখন সোহিনী নাকি একটি মেসেজ করেন আর্টিস্টদের গ্রুপে। সূত্রের খবর, সোহিনী নাকি সেখানে দাবি করেন, তিনি ২০১৮ সাল থেকে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট ও ভ্যান পেয়ে আসছেন। অপেক্ষা করলে সকলেই বিশেষ বন্দোবস্ত পেয়ে যাবেন। তবে তিনি কারও নাম নেননি সেখানে।
সূত্রের দাবি, তৃণার সেই মেসেজ পড়ে খারাপ লাগে। তিনি অপমানিত বোধ করেন। তার পরই তিনি শ্যুট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৃণার অংশের অনেকটা শ্যুট হয়ে গেলেও সেই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। অভিনেত্রী বিবাদ মিটিয়ে নিতে চাইলেও নাকি রাজি নন নির্মাতারা। তাঁর পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে পারেন অন্য এক জনপ্রিয় নায়িকা।